জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও অবশ্য হাল ছাড়েন নি মোহাম্মদ আশরাফুল। লড়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। এবার সাবেক এই অধিনায়ক খেলছেন বাংলাদেশ ক্রিকেট লিগে। প্রথম দিনই লড়ছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। যেখানে আশরাফুল রান পেলেন।
রোববার প্রথম রাউন্ডের প্রথম দিন পূর্বাঞ্চলকে ২৬০ রানে অলআউট করে দক্ষিণাঞ্চল। দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৩ রান করেছে তারা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চলকে ১০১ রানের উদ্বোধনী জুটি এনে দেন আশরাফুল ও ইমরুল কায়েস। দলীয় সর্বোচ্চ ৬১ রান করেন আশরাফুল।
এরমধ্যে প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নেন মেহেদি ও নাসুম। উত্তরাঞ্চলের হয়ে ৮১ রানে মেহেদী ৫টি আর ৯৬ রানে সমান উইকেট শিকার করেন নাসুম।
আশরাফুল ও ইমরুল দারুণ লড়েন। অ্যাশ হাফসেঞ্চুরি পেলেও ৮ চারে ৪৬ রান করেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। বুঝিয়ে দেন এখনো দাপট শেষ হয়ে যায়নি। যদিও অনেক দিন ধরেই জাতীয় দলে নেই এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর-
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৬.২ ওভারে ২৬০/১০ (ইমরুল ৪৬, আশরাফুল ৬১, রনি ১৯, শাহাদাত ৩০, আফিফ ১৩, ইরফান ১০, নাদিফ ০, নাঈম ৪, রেজাউর ৩০, এনামুল (পেসার) ২৪, রুয়েল ৪*; ফরহাদ ৬-২-৪-০, মেহেদি রানা ৯-১-৩৬-০, কামরুল ৫-১-২২-০, মেহেদি হাসান ৩৭.২-৭-৮১-৫, নাসুম ২৫-১-৯৬-৫, নাহিদুল ৪-০-৮-০)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২ ওভারে ৩/০ (এনামুল ০*, পিনাক ০*; নাঈম ১-১-০-০, রুয়েল ১-১-০-০)।
Discussion about this post