টানা দুই ম্যাচে শূন্য রানে ফিরের দুঃখটা ভুলে গেলেন মোহাম্মদ আশরাফুল। এবার তুলে নিলেন শতরান। তার সঙ্গে তিন অঙ্ক ছুঁয়েছেন তাসামুল হকও। এরই পথ ধরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ হারিয়ে দিয়েছে কলাবাগান ক্রিকেট ক্লাব। প্রতিপক্ষের দেওয়া ২৫২ রান ৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় মুক্তার আলির দল।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে কলাবাগান। দ্বিতীয় উইকেটে অবশ্য তাসামুলকে নিয়ে দলটির হাল ধরেন আশরাফুল। গড়ে তোলেন ১৮৮ রান। এরমধ্যে ১৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করে অ্যাশ। লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে তাসামুল ১০৮ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। তাতের জয়ের খুব কাছে পৌঁছে যায় মু্ক্তার আলির দল।
শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে অভিজ্ঞ আশরাফুল দারুণ খেলেছেন। ব্যাট হাতে ২২ গজে নামার পর থেকে এ ডানহাতি ছিলেন অনেকটাই স্থির। যা তার সেঞ্চুরির দিকে চোখ রাখলেই বোঝা যায়। অর্ধশতক করতে তিনি বল খেলেছেন ৭৭। চার ছিল ৪টি। পরের অর্ধশতক করেন ৫৬ বল। ৪ ছিল মাত্র ৬টি।
অগ্রণী ব্যাংকের দুই পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম নেন দুটি করে উইকেট।
এ অবস্থায় ৭ ম্যাচে দ্বিতীয় জয় পেল কলাবাগান। সমান ম্যাচে পঞ্চম হার দেখল অগ্রণী ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর-
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৫২/৯ (আজমির ৫৮, শাহরিয়ার ৯৯, রাজা ১৫, ধীমান ২, জাভেদ ২০, সালমান ৭, সায়মন ১৫, রাজ্জাক ১১, শফিউল ৪, ইশাক ১০*, আল আমিন ৭*; মুক্তার ২/৪৩, নাহিদ ১/৩৯, সঞ্জিত ০/২৩, মাহমুদুল ২/৫৬, আকবর ৩/৩৪, ফেরদৌস ০/৯, হাসান ০/২৪, আশরাফুল ১/২৩)
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৮.৪ ওভারে ২৫৬/৫ (তাসামুল ১০৬, জসিম ১০, আশরাফুল ১০২*, হাসান ৩, আকবর ৪, মুক্তার ৫, তাইবুর ১৫*; আল আমিন ২/২৭, শফিউল ২/৪৭, রাজ্জাক ০/৩১, ইশাক ০/৩৭, রাজা ১/৬৮, আজমির ০/৩৩, সালমান ০/৭)
ফল: কলাবাগান ক্রীড়া চক্র ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ আশরাফুল
Discussion about this post