ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলে আবারো ফেরার জন্য ঘরোয়া ক্রিকেটে রান করতে চাইছেন তিনি। কিন্তু মোহাম্মদ আশরাফুলের ব্যাটে রান নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হতাশ করেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও পারছেন না তিনি। প্রথম ম্যাচে সাজঘরে ফিরেছিলেন কোন রান না করেই। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ১০ রানে আউট। যদিও এবারের আউটটির সঙ্গে জড়িয়ে আছে আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্তে! মাসুম খানের বলে ফিরতি ক্যাচ দেন আশরাফুল। একড্রপে বল যায় ডানহাতি পেসারের হাতে। লেগ আম্পায়ার মাহফুজুর রহমানের সাহায্য ছাড়াই বোলারের আবেদনে সাড়া দেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। মোহামেডানের এই তারকা ক্রিকেটার হতাশা নিয়েই মাঠ ছাড়েন। তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল মোহামেডান।
মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে খেলাঘরের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে আশরাফুলের দল। অধিনায়ক রকিবুল হাসানের দুর্দান্ত ইনিংসে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান।
শেষ ওভারে জিততে ৯ রান দরকার ছিল মোহামেডানের। প্রথম বলে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকান রকিবুল। পরের বল কভার দিয়ে চার। আগের ম্যাচে ৮২ রানে অপরাজিত। এদিন ৮৪ রান করেন অধিনায়ক। ৮৮ বলে ৮ চার ও ১ ছক্কায় রকিবুল নিজের ইনিংসটি গড়েন তিনি।
টসে হেরে ব্যাটিং করতে নামে খেলাঘর। দলের ২২৫ রানের সঞ্চয়ে মিডলঅর্ডারে ১১৩ বলে ৮৭ রানের চমৎকার ইনিংস খেলেন মোসাদ্দেক ইফতিখার রাহী। ওয়ানডাউনে নামা অজিত মজুমদারের ৫১ বলে ৩৭ রান তাকে ভাল সমর্থন দেন। সোহাগ গাজী ৪১ রানে ৩ উইকেট নেন। আলাউদ্দিন বাবু ও কাজী অনিক ইসলাম ২টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর-
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪৭.৩ ওভারে ২২৫ (রবি ১৯, অঙ্কন ১০, অমিত ৩৭, ইফতেখার ৮৭, মেনারিয়া ২৬, নাজিম ১২, মইনুল ৩, মাসুম ১, রবিউল ৭, ইরফান ৪, তানভীর ০*; শফিউল ১/৩৩, আলাউদ্দিন ২/৪২, অনিক ২/১৯, সোহাগ ৩/৪১, বিপুল ০/৩৭, আশরাফুল ১/৪৪)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৯.২ ওভারে ২২৮/৬ (অভিষেক ২৭, মজিদ ৪০, শুক্কুর ১৬, রকিবুল ৮৪*, আশরাফুল ১০, নাদিফ ৩৯, সোহাগ ৫, আলাউদ্দিন ২*; রবিউল ২/৪১, রবি ১/৩১, ইরফান ০/৫৫, তানভীর ২/৪১, মাসুম ১/৩৫, ইফতেখার ০/১০, মইনুল ০/১৪)
ফল: মোহামেডান ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রকিবুল হাসান
Discussion about this post