ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দল থেকে অনেক দিন ধরেই বাইরে তিনি। শুধু মাঠের ক্রিকেট নয়, শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই আল আমিন হোসেন ঘরোয়া ক্রিকেটে দাপট দেখাচ্ছেন। শুক্রবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ফতুল্লায় নিজেকে খুঁজে পেলেন এ পেসার। বিকেএসপির বিপক্ষে বল হাতে ঝড় তুললেন। তারই পথ ধরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও জয়ে ফিরলো।
বিকেএসপিকে ১৭২ রানের বিশাল ব্যবধানে হারায় প্রাইম ব্যাংক। আল আমিন নিয়েছেন ৫ উইকেট। শুরুতে ব্যাট করতে নেমে ইশ্বরণের ৯২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২২ রান করে প্রাইম ব্যাংক। আল আমিন শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের পরীক্ষা নেন। দলটি ২২ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয়।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের এটি পঞ্চম সর্বনিম্ন স্কোর। সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড ২০০২ সালে জাতীয় লিগের ওয়ানডে সংস্করণে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের ৩০ রান।
টানা স্পেলে পরে আরও দুই ওভার বোলিং করে উইকেট পাননি। তারপরদেখার মতো বোলিং সাফল্য আল আমিনের ৮-৩-২০-৫!
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২২২/৯ (এনামুল ২৩, সালমান ০, ইশ্বরণ ৯২, আল আমিন ১৭, আরিফুল ০, অলক ১, নাহিদুল ৫০, নাঈম ১৫, মনির ৩*, রাজ্জাক ১৫*; তানজিম ১০-০-৫৩-০, সুমন ১০-১-৪১-২, নওশাদ ১০-০-৩৭-২, মুরাদ ১০-০-৩৫-২, আমিনুল ৬-০-৩১-০, শামিম ৪-০-২২-০)।
বিকেএসপি: ২২ ওভারে ৫০ (প্রান্তিক ২, ফাহাদ ৫, আমিনুল ০, আকবর ২, শামিম ২, কাইয়ুম ৭, ইমন ১৫, তানজিম ৪, নওশাদ ২*, সুমন ০, মুরাদ ০; আল আমিন হোসেন ৮-৩-২০-৫, আরিফুল ২-০-৪-০, মনির ৬-০-১৫-১, নাহিদুল ১-০-২-০, নাঈম ৪-০-৬-২, রাজ্জাক ১-১-০-১)।
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৭২ রানে জয়ী
ম্যাচসেরা: আল আমিন হোসেন
Discussion about this post