দ্বীপ দেশ শ্রীলঙ্কা এখন রীতিমতো উত্তাল। সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ছে দেশটিতে। মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের এই সংঘাতে প্রাণনাশের ঘটনাও ঘটেছে। ক্যান্ডি শহরে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। এমন কী জরুরী অবস্থা অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে দেশটির সরকার। তারই পথ ধরে দাঙ্গা পুরো শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন অনেকেই। আর এ কারণেই নিদাহাস ট্রফি খেলতে যাওয়া বাংলাদেশ দল নিয়ে কিছুটা হলেও শঙ্কায় বিসিবি। এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশ দল এখন আছে কলম্বোতে। এই শহরে মুসলমানদের সংখ্যা কিছুটা বেশি হওয়া শঙ্কা আরো জোড়ালো হচ্ছে।
যদিও মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে কলম্বোতে রয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেসন্স কমিটির প্রধান আকরাম খান ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ বেশ কয়েকজন কর্মকর্তা। এ অবস্থায় ভয়ের কিছু দেখছেন না তারা।
এরইমধ্যে ক্রিকেটারদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। বাংলাদেশ আর ভারত যে হোটেলে থাকছে তার সামনে আর ভেন্যু এলাকায় আছে কঠোর নজরদারি। এ অবস্থায় নির্বিঘ্নেই মুশফিক-তামিমরা খেলা চালিয়ে যেতে পারবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
Discussion about this post