ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) মেজাজ হারানোর ঘটনা ঘটছেই। একদিন আগে বুধবার আবাহনী লিমিটেডের বিপক্ষে একটি ওয়াইড ও প্রাইম ব্যাংকের বিপক্ষে কট বিহাইন্ড নিয়ে দেওয়া আম্পায়ারের সিদ্ধান্তটা মেনে নিতে পারেন নি মাহমুদউল্লাহ রিয়াদ। সেই প্রতিবাদ জানিয়ে শাস্তির মুখোমুখি হলেন তিনি। টানা দুই ম্যাচে এমন অসৌজন্যমূলক আচরণ করায় তাকে ২.৮ বিধি ভঙ্গ করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তার।
বৃহস্পতিবার ম্যাচ রেফারি রকিবুল হাসান নিশ্চিত করেন যে শাস্তির মুখে মাহমুদউল্লাহ রিয়াদ। গাজী গ্রুপের অধিনায়ক ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে ছিলেন। তিনি আগের ম্যাচেও পেনাল্টি পেয়েছেন। এ জন্য এখানে পেনাল্টি ডাবল হয়েছে। ২.৮ আচরণবিধি ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়ে তাকে।
নাসুম আহমেদের শর্ট বল টার্ন করে যায় উইকেটকিপারের গ্লাভসে। তখনই গাজী গ্রুপ ক্রিকেটার্সের জোরালো আবেদন করেন। কিন্তু সাড়া দেননি আম্পায়ার মাহফুজুর রহমান লিটু। এরপর দলের অধিনায়ক মাহমুদউল্লাহ পাশের উইকেটে দুই বার ঘুষি দেন। গড়াগড়ি খেলেন উইকেটে। নিজের ফিল্ডিং পজিশনে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকেন। আম্পায়ার খেলা চালানোর জন্য বললেও বসে থাকেন।
এর আগে আবাহনীর বিপক্ষে ম্যাচে ১৯তম ওভারে মুকিদুল ইসলাম মুগ্ধর প্রথম বলে ওয়াইড দিয়েছিলেন আম্পায়ার। তখন রিয়াদ বাউন্ডারি লাইন থেকে উত্তেজিত হয়ে উঠেন। আম্পায়ারের সঙ্গে ক্ষিপ্ত ভঙ্গিতে কথা বলেন তিনি। দুই ঘটনায় শাস্তি হলো তার।
Discussion about this post