ক্রিকবিডি২৪.কম ডেস্ক:
বাংলাদেশের বিশ্বকাপ উত্তেজনা এরইমধ্যে অর্ধেক শেষ হয়ে গেছে! বিদায় নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অঘটনের রাশিয়া বিশ্বকাপে আজ সোমবার মাঠে নামছে আরেক জনপ্রিয় দল ব্রাজিল। রাত আটটায় তাদের প্রতিপক্ষ মেক্সিকো। অগ্নিপরীক্ষা এবার ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনা পারেনি, পারবে কি ব্রাজিল?
এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে বিশ্লেষকরা এগিয়ে বিশ্লেষকরা এগিয়ে রাখছেন নেইমারদেরই। একমাত্র মার্সেলোকে নিয়ে দুশ্চিন্তা। ইনজুরিতে রয়েছেন তিনি। তবে অন্যরা মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতে উন্মুখ হয়ে আছেন। কোচ তিতেও বেশ আশাবাদী। ব্রাজিল কোচ জানাচ্ছিলেন, ‘দলের সবাই প্রস্তুত। আমার অন্যতম সেরা অস্ত্র নেইমার কঠোর পরিশ্রম করেছে। (সার্বিয়ার বিপক্ষে) ও চমৎকার খেলেছে, মেক্সিকোর বিপক্ষে কি হবে জানি না, কিন্তু এখন সেরা ফর্মে ফিরেছে নেইমার।’
সন্দেহ নেই নেইমার একাই পাল্টে দিতে পারেন দৃশ্যপট। অন্য সতীর্থরাও ভাল খেললে ঝড় উঠতে পারে সাম্বার। তবে হেলায় উড়িয়ে দেওয়ার সুযোগ নেই মেক্সিকোকে। দারুণ মেজাজে আছে দলটিও। জার্মানির হৃদয় ভেঙ্গে তারা উঠে এসেছে দ্বিতীয় রাউন্ডে। কে জানে আজ রাতে ব্রাজিলকে কী চমক উপহার দেয়! তাছাড়া এবারের বিশ্বকাপে অঘটন তো হরহামেশাই ঘটছে।
সোমবারের আরেক ম্যাচে লড়বে বেলজিয়ামের প্রতিপক্ষ জাপান। অনেক অনিশ্চয়তা কাটিয়ে এশিয়ার প্রতিনিধিরা উঠেছে নকআউট পর্বে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এখানে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে চায় জাপান। তবে শক্তির বিচারে এগিয়ে থেকেই মাঠে নামবে বেলজিয়াম!
রাশিয়া বিশ্বকাপ ফুটবলের সোমবারের খেলা দুটি সরাসরি সম্প্রচার কারা করছে দেখে নেই-
ব্রাজিল-মেক্সিকো
সরাসরি, রাত ৮টা
বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
বেলজিয়াম-জাপান
সরাসরি, রাত ১২টা
বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
Discussion about this post