ফুটবল যে গোলের খেলা সেটা আরো একবার প্রমানিত হয়ে গেল। পুরোটা সময় জুড়ে প্রবল দাপট, একের পর আক্রমন করেও লাভ নেই। লাভ শুধু গোলে। তাইতো ভাল খেলেও হার মানতে হল আর্জেন্টিনাকে। ২২ বছরের প্রতীক্ষার শেষে ট্রফি জিততে চেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু হল না! লিওনেল মেসিদের হৃদয় ভেঙ্গে কোপা আমেরিকা জিতল চিলি।
পেনাল্টি শুটআউটে তারা আর্জিন্টনাকে হারাল ৪-১ গোলে। বিশ্বকাপ ফাইনালের পর আরেক ধাক্কা মেসিদের!
সান্তিয়াগো স্টেডিয়ামে শনিবার ফাইনালের নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। এরপর অতিরিক্ত সময়েও গোলের দেখা মেলেনি। খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখান থেকে গোল করতে পারলেন না গনজালো হিগুয়েন এবং এভার বানেগার।
তাতেই হিসেবের ছক উল্টে দিয়ে চিলি চ্যাম্পিয়ন!
৯৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোপা জিতল তারা।
Discussion about this post