অস্ট্রেলিয়া সফরে আরো একবার ভরাডুবি হল পাকিস্তান ক্রিকেট দলের। তাদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ যন্ত্রনায় নীল মিসবাহ উল হকের দল। এমন বিপর্যয়ে দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেল পাকিস্তান।
অথচ মাত্র ছয় মাস আগেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল দলটি। কিন্তু এরপরই একের পর টেস্টে হার। এমন ব্যর্থতার কারণে অবনতি হতে হতে পাঁচে নেমে গেছে পাকিস্তান।
সর্বশেষ শনিবার সিডনি টেস্টে ভরাডুবিতে আরো অধঃপতন হল পাকিস্তানের। অস্ট্রেলিয়ার কাছে ২২০ রানের বড় ব্যবধানে হারে মিসবাহ’র দল। তারও আগে ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টেও অজিদের কাছে পাত্তা পায়নি তারা। সর্বশেষ তিন টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কাছে হারে তারা। সব মিলিয়ে পাকিস্তানের এটি টানা ষষ্ঠ হার।
র্যাঙ্কিংয়ের ৬৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের (৬৫) চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। সামনেই নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ এখানে ভাল করতে পারলে ক্যারিবিয়দের টেক্কা মারবে দল।
আইসিসির টেস্ট র্যাঙ্কিং ও পয়েন্ট-
ভারত: ১২০
অস্ট্রেলিয়া: ১০৯
দক্ষিণ আফ্রিকা: ১০২
ইংল্যান্ড: ১০১
পাকিস্তান: ৯৭
নিউজিল্যান্ড: ৯৬
শ্রীলঙ্কা: ৯৬
ওয়েস্ট ইন্ডিজ: ৬৯
বাংলাদেশ: ৬৫
জিম্বাবুয়ে: ০৫
Discussion about this post