বয়স মাত্র ১৭ বছর ৩২১ দিন। কিন্তু এখনই গোটা ভারত বর্ষে নিজেকে পরিচয় করিয়ে দিলেন এক কিশোর। ব্যাট হাতে দেখালেন চমক। মুম্বাইয়ে এ ক্রিকেটার যেন আরেক শচীন টেন্ডুলকার। ১৭ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেকে সেঞ্চুরি হাঁকানোর পর দিলিপ ট্রফিতেও অভিষেকে শতরান করলেন পৃথ্বী শাহ।
গত সোমবার ইন্ডিয়া রেড দলের হয়ে দিলিপ ট্রফিতে অভিষেক হয় পৃথ্বী শাহ’র। প্রথম ম্যাচেই ডানহাতি এ ব্যাটসম্যান খেলেন ১৩৭ রানের দারুণ এক ইনিংস। ২১৩ বলে ১৬ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন তিনি।
এই ইনিংস খেলার পথে পৃথ্বী শাহ এক রেকর্ডও গড়েছেন। রঞ্জি ট্রফির পর দিলিপ ট্রফিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন। ১৭ বছর ৩২০ দিনে দিলিপ ট্রফিতে তিন অঙ্ক স্পর্শ করলেন পৃথ্বী। তার উপরে আছেন শুধুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক ক্রিকেটার ১৭ বছর ২৬২ দিনে (পৃথ্বীর ৫৮ দিন আগে) দিলিপ ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন।
বয়স ১৮ পেরোনোর আগেই রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি ও দিলিপ ট্রফিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শচীন। পৃথ্বী সেই পথেই আছেন। মুম্বাইয়ে স্কুল ক্রিকেটে ৩৩০ বলে ৫৪৬ রানের ইনিংস খেলে নিজেকে চেনান তিনি। যেকোনো ক্রিকেটে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। ইনিংসে ৮৫টি বাউন্ডারি ও ৫টি ছক্কা মেরেছিলেন তিনি। পরে শচীনের প্রশংসাও কুড়িয়েছেন পৃথ্বী।
Discussion about this post