কথায় আছে এক সাফল্য নাকি গড়ে দেয় আরেক সাফল্যের পথ। বাংলাদেশ ক্রিকেট দল সেই পথেই আছে। প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর দল এখন ক্রাইস্টচার্চে। এখানে একদিনের বিশ্রাম। তারপর শুক্রবার থেকে ফের অনুশীলন। এবার সিরিজ জয়ের মিশন। বাংলাদেশ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি জানালেন, সিরিজ জয়ের মিশনের আগে বাড়তি চাপ নেবে না দল।
তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে টানা ৩২ ম্যাচ হারার পর ধরা দেয় সোনার হরিণ, একটা জয়। দেশে ও বাইরে মিলিয়ে এটিই কিউইদের বিপক্ষে টেস্ট বাংলাদেশের প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বুধবার ৮ উইকেটে জিতেছে টাইগাররা।
মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের পরই দ্বিতীয় টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চে চলে গেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে নিউজিল্যান্ডের এই শহরে পা রাখেন মুমিনুলরা। এখানেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এক দিনের বিশ্রামের পর শুক্রবার থেকে শুরু হচ্ছে অনুশীলন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় লি বলেন, ‘প্রথম টেস্ট নিয়ে সবাই অত্যন্ত খুশি। আগামী দুই দিন আমরা সবাইকে পরের টেস্টের জন্য প্রস্তুত করার প্রক্রিয়ায় থাকব। ফ্লাইটে ওঠার আগে আমাদের ফাস্ট বোলাররা জিম করেছেন। শুক্রবার আমরা স্কোয়াডের বাকিদের নিয়ে কাজ করব ও দেখব কীভাবে পরের ম্যাচের জন্য তাদের রেডি করা যায়।’
ওয়ার্কলোড অনুযায়ী তিনি অনুশীলন ও শরীরচর্চার সূচি তৈরি করবেন লি। বলছিলেন, ‘ম্যাচে সবারই আলাদা ভূমিকা ছিল। তাই প্রত্যেকের ক্ষেত্রেই রিকভারি প্রক্রিয়াটা আলাদা হবে। যারা শারীরিক চাপটা কম নিয়েছে, তাদের কাল হয়তো কিছুটা বেশি পরিশ্রম করতে হতে পারে। ম্যাচের আগের দিনটা সবাইকে কিছুটা রিলাক্সড রাখতে চাই। ‘যাদের ওয়ার্কলোড বেশি ছিল তারা হয়তো কিছুটা বেশি বিশ্রাম পাবেন।’
Discussion about this post