ঠিক সময় মতো জ্বলে উঠলেন তিনি। এবারের লিগে শুরু থেকে তাকে চেনা না গেলেও ঠিক প্রয়োজনের সময় কথা বলল নাজমুল হোসেন মিলনের ব্যাট। তার অপরাজিত হাফসেঞ্চুরিতে লড়াকু পুঁজি গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরই পথ ধরে দল পায় নাটকীয় জয়। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে হতাশায় ডুবিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ১২ রানে জিতে রূপগঞ্জ। ২১৭ রানের লক্ষ্য তাড়ায় ২০৪ রানে অলআউট খেলাঘর।
খেলাঘরকে হারিয়ে ১৪ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল রূপগঞ্জ। অন্যদিকে প্রাইম দোলেশ্বরকে বৃষ্টি আইনে ২০ রানে হারানো আবাহনী লিমিটেড সমান ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। রূপগঞ্চের সমান পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে তিনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার ছুটির দিনে টস হেরে ব্যাট করতে নামে রূপগঞ্জ। মোহাম্মদ সাদ্দাম ও তানভীর ইসলামের দারুণ বোলিংয়ে ২৩ ওভারে ৮৬ রানে প্রথম ছয় উইকেট হারিয়ে ভয়াবহ বিপর্যয়ে পড়ে দলটি। এরপর মোশাররফ হোসেনের সঙ্গে ৪০ ও আসিফ হাসানের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে দলকে পথ দেখান নাজমুল। মোহাম্মদ শহীদের সঙ্গে ৪০ রানের আরেকটি জুটিতে দল পায় সম্মানজনক স্কোর।
আট নম্বরে নেমে ৬৬ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৩ রান তুলেন নাজমুল হোসেন মিলন। ৩৯ রানে ৪ উইকেট নেন খেলাঘরের সাদ্দাম। তানভীর ৩ উইকেট নেন ৪৪ রানে।
জবাব দিতে নেমে খেলাঘরকে স্বস্তি দেয়নি রূপগঞ্জের বোলারররা। শেষ পর্যন্ত তাইতো সফল ভাবেই তীরে এসে তরী নোঙর করে সাবেক চ্যাম্পিয়নরা।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২১৬/৮ (মজিদ ১৫, নাইম ১৪, নাঈম ৩৩, মুশফিক ১১, অভিষেক ৪, রসুল ৪, মোশাররফ ২৬, নাজমুল ৬৩*, আসিফ ২০, শহীদ ১৪*; তানভীর ৩/৪৪, রবি ০/২০, সাদ্দাম ৪/৩৯, মেনেরিয়া ১/৩৫, হালিম ০/১৩, মাসুম ০/৩৭, নিরঞ্জন ০/২৭)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪৮.৫ ওভারে ২০৪ (রবি ৭, মাহিদুল ৭৭, অমিত ১৭, রাফসান ১০, মেনারিয়া ২, নাজিম ৪৫, মাসুম ২৭, তানভীর ০, সাদ্দাম ৩, হালিম ৫, নিরঞ্জন ২*; শহীদ ১/৩২, আসিফ ২/৩৬, রসুল ২/৩৯, মোশাররফ ২/৪১, রাসেল ২/৪৩, নাঈম ১/১২)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১২ রানে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন মিলন
Discussion about this post