নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচেও অনায়াস জয় পেল বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে দল পেল ৮ উইকেটের দারুণ এক জয়। তাতেই জাহানারা আলমদের সেমিফাইনালে ওঠার পথটা বেশ প্রস্বস্ত হয়ে গেল।
রোববার ব্যাংককের এশিয়ান ইন্সটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশের মেয়েরা। তারা ব্যাটিংয়ে পাঠায় স্কটিশদের। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৫৩ রানে অলআউট দলটি।
৩ উইকেট নেন রুমানা আহমেদ। খাদিজা-তুল-কুবরার শিকার ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, পান্না ঘোষ এবং ফাহিমা খাতুন।
এরপর জবাব দিতে নেমে ১২.৪ ওভারে অনায়াসে দল পৌঁছে যায় জয়ের বন্দরে। আয়েশা ২৪ ও শারমিন ২৬ রান করেন। ম্যাচসেরা রুমানা।
দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ।
মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। তাতে জিতলে সরাসরি সেমিতে।
Discussion about this post