সময়টা সত্যিকার অর্থেই সাকিব আল হাসানের। ব্যাটে-বলে দুটোতেই চেনা ছন্দে আছেন এই অলরাউন্ডার। ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচেই চমক দেখিয়েছেন তিনি। টানা দুটোতে ম্যাচসেরার পর তৃতীয়টিতেও ম্যান অব দ্য ম্যাচ হতে পারতেন। সেখানে অবশ্য তার বন্ধু তামিম ইকবাল সেরা হয়েছেন। অবশ্য তাতে আক্ষেপ নেই সাকিবের। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অনন্য এক এক রেকর্ডের তালিকায় নাম লেখালেন তিনি। চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা দুই ওয়ানডেতে ফিফটি ও কমপক্ষে ৩ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন এই টাইগার তারকা।
ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার টানা দুই বলে জিম্বাবুয়ের ব্যাটসম্যান সলোমন মিরে ও ব্রেন্ডন টেলরকে আউট করে হ্যাটট্রিকের পথে ছিলেন। অবশ্য হ্যাটট্রিক করা হয়নি। শেষ পর্যন্ত ৩৪ রানে ৩ উইকেট নেন। তারপর ব্যাট হাতে করেন ৫১ রান। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ৬৭ রানের পর বোলিংয়ে নেমে তুলেন ৩ উইকেট।
টানা দুই ওয়ানডেতে ফিফটি ও কমপক্ষে ৩ উইকেটের কীর্তি প্রথম গড়েন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হেনসি ক্রনিয়ে। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডারবানে ৫৮ রানের পর নেন ৩ উইকেট। পোর্ট এলিজাবেথে এরপরের ম্যাচেই ৭৪ রান ও ৩ উইকেট।
২০০৪ সালে শ্রীলঙ্কায় ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার এই রেকর্ড স্পর্শ করেন। তৃতীয় ক্রিকেটার পাকিস্তানের শোয়েব মালিক ২০০৭ সালে এমন কীর্তি গড়েন। এবার নেই তালিকায় নাম লেখালেন সাকিব।
Discussion about this post