চাপ সামলে ঠিকই ছন্দ পেলো বাংলাদেশ। দল নিশ্চিত করল সুপার সিক্স। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের কাছে হার। এ কারণে সুপার সিক্সের যাওয়ার পথটা কিছুটা কঠিন হয় বাংলাদেশের। কিন্তুআয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে আশা জাগিয়ে রাখে। শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের যুবাদের ১২১ রানের উড়িয়ে সুপার সিক্স নিশ্চিত করল জুনিয়র টাইগাররা।
ব্লুমফন্টেইনে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে আরিফুল ইসলাম করেন শতরান। তার সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৯১ রান তোলে। জবাবে ৪৭.১ ওভারে ১৭০ রানেই অলআউট যুক্তরাষ্ট্র।
এদিন চার নম্বরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলেন আরিফুল। নাম লেখালেন যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে।
১০৩ বলে ৯ চারে ১০৩ রানের ইনিংস খেলে এবারের জয়ের নায়ক আরিফুল। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
আরিফুলের যুব বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি এটি। দুটি সেঞ্চুরি করেন তিনি ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসরে। যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনটি করে সেঞ্চুরির রেকর্ড এতদিন যৌথভাবে ছিল ইংল্যান্ডের জ্যাক বার্নহ্যাম ও ভারতের শিখর ধাওয়ানের। এবার এই তালিকায় বাংলাদেশের আরিফুল।
বাংলাদেশের হয়ে ২০১২ সালের আসরে দুটি সেঞ্চুরি করেন এনামুল হক।
স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ : ৫০ ওভারে ১৯১/৭ (আশিকুর ২৭, আদিল ১৩, রিজওয়ান ৩৫, আরিফুল ১০৩, আহরার ৪৪, শিহাব ৩১, মাহফুজুর ২, জীবন ১৩*, রাফি ৭*; গার্গ ৩/৬৮, সুব্রামনিয়াম ১/৫০, নাদকার্নি ২/৬১, বালালা ০/৪১, প্যাটেল ১/৪০, শ্রীবাস্তব ০/২৮)।
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব–১৯ : ৪৭.১ ওভারে ১৭০ (প্রণব ৫৭, মেহতা ৫, কাপ্পা ১৮, রমেশ ৮, শ্রীবাস্তব ৩৭, এরেপল্লি ১৪, প্যাটেল ০, বালালা ১২, নাদকার্নি ০, সুব্রামনিয়াম ০, গার্গ ০*; ইমন ১/১০, মারুফ ০/২২, জীবন ১/২৬, রিজওয়ান ০/১৮, রাফি ১/৪২, আরিফুল ১/১৫, মাহফুজুর ৪/৩১)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ১২১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আরিফুল ইসলাম।
Discussion about this post