ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্দোর টেস্ট শেষ তিন দিনের শেষ ঘণ্টায়। কিন্তু ইডেনে গোলাপি বলে টেস্ট ম্যাচ বাংলাদেশ শেষ করেছে দুই দিনের একটু সময় নিয়ে। পরপর দুই ম্যাচে টাইগারদের এমন পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সেদিকে কান পাতছেন না দলীয় অধিনায়ক মুমিনুল হক। উল্টো টেস্টে ভালো করতে আরও সময় চেয়েছেন তিনি।
গোলাপি বলের ভারতীয় পেসারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ দল। শুধু তা-ই নয় সফরকারীরা প্রমাণ করেছে, অভিজ্ঞতার পাশাপাশি স্কিলেও অনেক পিছিয়ে আছে তারা। তবে সমস্যা যখন আছে, সমাধানও নিশ্চয়ই আছে। এজন্য টাইগার সাদা পোশাকের অধিনায়ক চেয়েছেন আরও একটু সময়।
ইডেনের গোলাপি বলের টেস্টে দলগতভাবে খেলতে না পারাই দায়ী করছেন মুমিনুল। তাই ফালফলটা তাদের বিপক্ষে গিয়েছে। বলেছেন এ অধিনায়ক, ‘আমার কাছে মনে হয় আমরা টিম হিসেবে খেলতে পারিনি। বিশেষ করে ব্যাটিংয়ে। বোলাররা ভালো বল করেছে। আমার মনে হয়ে উন্নতি করার অনেক জায়গা আছে, সেগুলো উন্নতি করতে পারলে সামনে অনেক টেস্ট ম্যাচ আছে, ভালো করতে পারব।’
প্রথমবারের মতো খেলতে নামায় গোলাপি বলের চ্যালেঞ্জটা বাংলাদেশ নিতে পারনি বলেও মনে করেন মুমিনুল, ‘আমার কাছে মনে হয় লাল বলের চেয়ে গোলাপি বলের চ্যালেঞ্জটা বেশি থাকে। বিশেষ করে নতুন বলে চ্যালেঞ্জটা বেশি। আমরা যদি নতুন বলের চ্যালেঞ্জ নিতে পারতাম আপনি দেখেন যে শেষের দিকে শিশির পড়ার পর জিনিসটা সহজ হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয় গোলাপি বলের টেস্টে নতুন বলের চ্যালেঞ্জটা বেশি, যেটার চ্যালেঞ্জটা নিতে পারিনি। যে কারণে পিছিয়ে গেছি।’
দেখতে দেখতে বাংলাদেশের টেস্টে পথচলা পেরিয়ে গেছে ১৯ বছর। কিন্তু টাইগারদের খেলা দেখলে যে কারোয় মনে হয়ে, এখনও অতীতেই পড়ে আছে দলটি। এখান থেকে বের হতে মুমিনুল চাইছেন আরও সময়, ‘আমরা অনেক কম টেস্ট খেলি। আমার কাছে মনে হয় সামনে অনেক টেস্ট ম্যাচ আছে। প্রায় ১০টা টেস্ট ম্যাচ আছে। আমরা যখন অনেক টেস্ট ম্যাচ খেলবো সমস্যাগুলো আস্তে আস্তে ওভারকাম হবে।’
Discussion about this post