ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে তিনি। শেষটা দেখতে পারছেন। নেই জাতীয় দলে। এমন কী বাদ কেন্দ্রীয় চুক্তি থেকেও। ঠিক এমনই সময়ে কীনা ফের পুরনো সমস্যায় পড়লেন মোহাম্মদ হাফিজ।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বল করা থেকে তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য এর আগেও বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ফের একই ভাবে বিপাকে পড়লেন। ইংল্যান্ডের ঘরোয়া লিগে এবার এবি ডি ভিলিয়ার্সের বদলি হিসেবে মিডলসেক্সে খেলন হাফিজ। এ বছরের ৩০ আগস্ট টন্টনে ভিটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে সমারসেট-মিডলসেক্স ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয় আম্পায়ারদের। তারা রিপোর্ট করেন। যে কারণে লাফবরো বিশ্ববিদ্যালয়ে অ্যাকশনের পরীক্ষা দিতে হয় হাফিজকে। সে রিপোর্ট এবার প্রকাশ হয়েছে। উত্তীর্ণ হতে পারেননি হাফিজ।
জানা গেল-বল ছোঁড়ার সময় কনুই ১৫ ডিগ্রি সীমারেখা ছাড়িয়ে যায় হাফিজের। স্বাধীন বোলিং রিভিউ কমিটি সোমবার লর্ডসে শুনানির পর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করে হাফিজকে।
তবে অ্যাকশন শুধরে নিতে পারলে আবারও চেনা পরিবেশে ফিরবেন হাফিড। এক বিবৃতিতে জানান, ‘ইসিবির বোলিং রিভিউ কমিটির প্রতিবেদন পেয়েছি। পরীক্ষা প্রক্রিয়ায় ত্রুটি থাকলেও, যা বোলিং রিভিউ কমিটি অনুমোদন করেছে, আর এ প্রতিবেদন বিশ্বের পরীক্ষিত একজন অলরাউন্ডার হিসেবে আমার সুনামের ক্ষতিসাধন করলেও তা মেনে নিয়েছি। ইসিবির নিয়ম অনুযায়ী আইসিসি অনুমোদিত সেন্টারে স্বাধীনভাবে (বোলিং অ্যাকশন) বিশ্লেষণের জন্য প্রস্তুত আমি।’
২০০৫ সালে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রথমবার প্রশ্ন উঠেছিল। তবে অল্প সময়ের মধ্যে এ অলরাউন্ডার ফিরে ক্রিকেটে। কিন্তু ৩৯ বছর বয়সে কী চ্যালেঞ্জ নিতে পারবেন তিনি!
Discussion about this post