আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে টেস্ট দল। দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, যিনি আবারও টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেও এবার দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
অন্যদিকে আগের স্কোয়াডের তিন ক্রিকেটার-এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান এবার জায়গা হারিয়েছেন। নির্বাচকদের মতে, ফর্ম ও কৌশলগত পরিকল্পনা মাথায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে।
সব কিছু ঠিক থাকলে আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট, আর ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম এবার নাম লেখাতে যাচ্ছেন এক বিশেষ মাইলফলকে। যদি তিনি দুটি টেস্টেই খেলতে পারেন, তবে তিনিই হবেন বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার, যিনি ১০০টি টেস্ট ম্যাচে অংশ নেবেন। দেশের ক্রিকেট ইতিহাসে এটি নিঃসন্দেহে এক অনন্য অর্জন হয়ে থাকবে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলটিতে রয়েছেন- সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।










Discussion about this post