বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত তিনি। এজন্য তিনবছরের জন্য নিষিদ্ধও হয়েছেন নিউজিল্যান্ডের লু ভিনসেন্ট। অবশ্য তারও আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আজীবন নিষিদ্ধ করে তাকে।
এমন শাস্তির পর এতোদিন চুপ ছিলেন এই কিউই ক্রিকেটার। কিন্তু মঙ্গলবার প্রকাশ্যেই সব দোষ স্বীকার করে নিলেন। জানালেন ম্যাচ গড়াপেটার অন্ধকার জগতে অনেক দিন ধরেই তার বসবাস। আর নিজের সম্পর্কে বললেন, ’আমার নাম লু ভিনসেন্ট আমি একজন প্রতারক!’
৩৫ বছর বয়সী নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান সব শাস্তি মাথা পেতে নিলেন। দেশটির সংবাদ মাধ্যমের সামনে অকপটে বললেন, ‘আসলে আমি একজন প্রতারক। একবার নয়, একাধিকবার ফিক্সিং করে অর্থ নিয়েছি আমি। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের অবস্থানের অপব্যবহার করেছি।’
ভিনসেন্ট জানালেন তিনি পুরোনো পাপী- ‘আসলে অনেক বছর ধরে এই অন্ধকার জগতে আমার বসবাস। এইতো কিছুদিন আগে সিদ্ধান্ত নেই এ জগত থেকে বেরিয়ে আসব। সবাইকে সত্য বলে দেব।’ মঙ্গলবার সেই কাজটাই করলেন নিউজিল্যান্ডের হয়ে ২৩ টেস্ট ও ১০২ ওয়ানডে খেলা এই ক্রিকেটার।
আর এখন লজ্জায় পুড়ে মরছেন তিনি। ভিনসেন্ট বললেন, ‘দেশকে লজ্জা দিয়েছি আমি। একইসঙ্গে ক্রিকেট খেলাটিকে লজ্জা দিয়েছি। পরিবার এবং মানুষদের অপমানিত করেছি। আমি সবার কাছে ক্ষমা চাই।’
৩৫ বছর বয়সী এই ক্রিকেটার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০০৭ সালে।
Discussion about this post