নতুন দ্বায়িত্ব পেয়ে শুভেচ্ছাতে ভাসছেন তিনি। অনেকেই বলছেন যোগ্য মানুষটির হাতেই উঠেছে টি-টুয়েন্টির নেতৃত্ব। তাইতো নুরুল হাসান সোহানকে এবার শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান। সিনিয়র ক্রিকেটারদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন জিম্বাবুয়ে সফরের টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই ক্রিকেটার। মুশফিকুর রহিম-মাশরাফি বিন মর্তুজার পর শুভেচ্ছা জানালেন সাকিবও।
সোহানের ওঠে আসার পুরোটাই দেখেছেন সাকিব। দুজন একই বিভাগীয় দলের। দুজনের সম্পর্কটাও পুরোনো। তার পথ ধরে এবার টেস্ট অধিনায়ক সাকিব প্রশংসা করলেন সোহানের। চট্টগ্রামে ডিবিএল সিরামিকের ব্র্যান্ড অ্যাম্বাসেন্ডর হয়ে নতুন একটি শাখা উদ্বোধন করতে যান তিনি। সেখানেই সোহানকে নিয়ে কথা বলেন সাকিব।
শনিবার রাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য। এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এ জন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভ কামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাতত সোহানকে এক সিরিজের জন্য অধিনায়ক করেছে। এই ফরম্যাটে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও চাপের মুখে আছেন তিনি। কে জানে নেতৃত্ব হারাতেও পারেন। গুঞ্জন আছে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বে আসবেন সাকিব। এমন কী এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বে দেখা যেতে পারে তাকে।
এদিকে টি-টুয়েন্টির মতো সাফল্য নেই টেস্টেও। যেখানে নেতৃত্বে ফিরেছেন সাকিব। মুমিনুল হককে সরিয়ে দ্বায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এখানে সাফল্য আসবে কবে? সাকিব বলছিলেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। বাংলাদেশ দল এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমাদের একটু সময় লাগবে।’
এদিকে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
টি-টুয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও হারারে স্পোর্টস ক্লাব মাঠ। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।
Discussion about this post