ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফিক্সিংয়ের অভিযোগ গোপন করায় আপাতত এক বছর সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান। যদিও বসে নেই তিনি। পরিবার ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে সময় দিচ্ছেন এ তারকা। সময়গুলো বেশ কাটছে তার। ব্যাপারটি বিশ্ব ভালোবাসা দিবসের দিন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। সেখানে এ অলরাউন্ডার ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, আমি সত্যিকারের একজন সুখী মানুষ।
ভালোবাসা দিবসে স্ত্রী ও মেয়ের সঙ্গে একটা ছবি দিয়েছেন সাকিব। আর সেই ছবিতে লেখা, ‘ইউ টু আর মাই এভরি থিং।’ যার অর্থ- ‘তোমরা দুজন আমার সবকিছু।’
ভালোবাসা দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিবারকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সব সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র মেয়ের মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আরও লিখেছেন, ‘ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’
বিশ্বসেরা অলরাউন্ডার শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে প্রাণ খুলে হৃদয়ের কথা বলেছেন। যদিও সময়টা ভাল যাচ্ছে না এই তারকা ক্রিকেটারের। গতবছরের শেষ দিকে শুনেছেন দুঃসংবাদ। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব লুকিয়ে এক বছরের জন্য নিষিদ্ধ তিনি। এ বছরের অক্টোবরের আগে সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে সাকিবকে। এরপরই ফিরতে পারবেন মাঠে।
Discussion about this post