২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে প্রস্তুতির প্রথম ধাপে সংযুক্ত আরব আমিরাতের পথে পা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে দুই ম্যাচের একটি সিরিজ খেলতে আজ বুধবার সকাল ও সন্ধ্যায় দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়ছে দলটি।
প্রথম বহরে সকালে রওনা দিয়েছেন দশ ক্রিকেটার, তবে তাদের সঙ্গে ছিলেন না অধিনায়ক লিটন দাস। সন্ধ্যায় বাকি সদস্যরা আমিরাতের উদ্দেশ্যে রওনা হন। সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ১৭ ও ১৯ মে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এই সিরিজটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ এটিই হচ্ছে লিটন কুমার দাসের অধিনায়ক হিসেবে প্রথম আন্তর্জাতিক পরীক্ষা। তাকে ডেপুটি হিসেবে সহায়তা করবেন শেখ মেহেদি হাসান, যদিও এই দায়িত্ব পূর্ণ মেয়াদে নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজটিকে ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে দেখছে।
এদিকে আমিরাত সফরের প্রস্তুতির মাঝেই অনিশ্চয়তায় রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ-পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সিরিজটি এখনো চূড়ান্ত নয়, তবে বিসিবি পাকিস্তানকে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে।
Discussion about this post