ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই টি-টুয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দিয়েছে আইসিসি। এ বছর আরও বিশ্বকাপ বসছে না। করোনার কারণে বৈশ্বিক এই আয়োজন থেকে সরে এসেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তাদের এই ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায় এ বছর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
একদিন বাদেই মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করল সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের আইপিএল।
প্রাথমিকভাবে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নিয়ে সরকারেরও সবুজ সঙ্কেত পেয়েছে বিসিসিআই। আইপিএলের ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়ে গেছে আমিরাতের নাম। আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই খবর দিয়েছেন গণমাধ্যমে।
অবশ্য দেশের বাইরে আইপিএল নতুন কিছু নয়। ২০১৪ সালে ভারতে জাতীয় নির্বাচনের কারণে আইপিএলের কিছু অংশ হয়েছিল এই সংযুক্ত আরব আমিরাতে। এখানে ভেন্যুগুলোর দূরত্ব কম, হোটেলসহ সব রকম অবকাঠামোগত সুবিধা আছে হাতের নাগালে।
ব্রিজেশ প্যাটেল ‘গালফ নিউজকে জানান, ‘আমিরাতে দারুণ অবকাঠামো আছে। ভেন্যু থেকে শুরু করে প্র্যাকটিস ফ্যাসিলিটিজ সবই ভালো। সেখানে অনেক ভালোমানের হোটেল আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- ২০১৪ সালে তারা আইপিএল আয়োজন করেছিল।’
সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে টুর্নামেন্টের সূচি ঠিক করা হবে।
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান, সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল করার কথা ভাবছেন তারা। এমন কী নভেম্বর পর্যন্ত গড়াতে পারে। অবশ্য বিশ্বকাপ বাতিলে কোন সমস্যা থাকছে না তাদের।
আইপিএলের চলতি আসর শুরু হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের জন্য থমকে যায় এই লড়াই।
Discussion about this post