সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না বাংলাদেশের। এশিয়া কাপে ব্যর্থতার রেশ যেন থেকেই গেল। এবার মিশন টি-টুয়েন্টি। তার আগে বুধবার প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অপেক্ষাকৃত সেই দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জিততেও বেশ বেগ পেতে হল। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বেশ কষ্ট করে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। তারপরও স্বস্তি এটাই হারের বৃত্ত থেকে অবশেষে মুক্ত হল মুশফিকুর রহীমের দল।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে সংযুক্ত আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তুলে ১৪২ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ ৭ বল বাকী থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায়।
ব্যাটিংয়ে বাংলাদেশের দৈনদশা চোখে পড়ল আরো একবার। ১৪২ রানের সেই মামুলি লক্ষ্য টপকে যেতেও বেশ বেগ পেতে হল। তবে তামিম ইকবাল খেলছিলেন চেনা ভঙ্গিতে। ৩০ বল খেলে তিনি করেন ৪৩ রান। মুশফিক ২০ বলে ২৭ রান করে ফিরেন সাজঘরে। এক পর্যায়ে ১১২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। কিন্তু সম্মান বাঁচালেন মাহমুদুল্লাহ (১৮ বলে ২৯) এবং ফরহাদ রেজা (৭ বলে ১৪)।
শুক্রবার ফতুল্লায় আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১৪২/৭ (আমজাদ ১৯, ফাইজান ৩১, খুররাম ৪৪; ফরহাদ ২/২৫, রাজ্জাক ১/১৫, রুবেল ১/১৭, মাহমুদুল্লাহ ১/১৯)
বাংলাদেশ: ১৮.৫ ওভারে ১৪৬/৬ (তামিম ৪৩, এনামুল ০, সাকিব ৯, মুশফিক ২৭, নাসির ১৫, মুমিনুল ৪, মাহমুদুল্লাহ ২৯*, ফরহাদ ১৪*; গুরুগে ২/২৫)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
Discussion about this post