ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতীক্ষার প্রহর শেষ! নিষেধাজ্ঞা নামের শব্দ থেকেও এবার মুক্তি। ২৯ অক্টোবর, বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া একবছরের নিষেধাজ্ঞা শেষ হবে সাকিব আল হাসানের। ফের মাঠে নামতে কোন বাধা নেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হতে চলেছে। তবে বাংলাদেশের হয়ে মাঠে নামতে তাকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সাকিব তাকিয়ে সেই দিনটির দিকে। দেশের হয়ে আবারও নিজেকে উজাড় করে দিতে চান এই অলরাউন্ডার, আরও অনেক জয় এনে দিতে চান দলকে।
নিউইয়র্ক সময় মঙ্গলবার সন্ধ্যায় শুভেচ্ছা বিনিময় পর্বে শোনালেন নানা কথা। ফের ফিরতে পেরে খুশি সাকিব। জানাচ্ছিলেন, ‘নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, ভালো লাগছে। দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে আরও উজ্জ্বল করে তুলতে চেষ্টার কমতি থাকবে না। যতটা সম্ভব সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব আমি।’
নিষেধাজ্ঞার এক বছর মন্দ কাটেনি সাকিবের। পরিবারকে সময় দিয়েছেন। তাদের সঙ্গেই কেটেছে বেশিরভাগ সময়। জানাচ্ছিলেন, ‘পরিবারকে সময় দিয়েছি। আপনারা জানেন, প্রথম সন্তানকে সময় দিতে পারিনি। দ্বিতীয় সন্তান সেটা পেয়েছে। বেবি সিটিং করেছি। তবে অবশ্যই ক্রিকেটকে মিস করেছি।’
একইসঙ্গে সাকিব জানালেন, জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব আইসিসি কিংবা বিসিকে না জানিয়ে মহাভুল করেছিলেন তিনি। সাকিব বলেন, ‘আমার মতো ভুল যেন কেউ না করে।’
সব ঠিক থাকলে নভেম্বরে ক্রিকেটে ফিরবেন সাকিব। বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলবেন তিনি।
Discussion about this post