প্রথম টেস্টের পঞ্চম ও শেষদিন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ম্যাচ জেতার জন্য সাহসী পথে হাঁটলেন না। পুরো প্রথম সেশন ব্যাট করে মাত্র ৬০ রান যোগ করে লাঞ্চের পর ম্যাথুস যখন ৫ উইকেটে ৪৮০ রানের মাথায় ইনিংস ঘোষণা করেন তখন পাকিস্তানের জেতার চ্যালেঞ্জ ৬৭ ওভারে ৩০২ রান। সেই তাড়া করেওনি তারা। ৫২ ওভারে পাকিস্তান ২ উইকেটে ১৫৮ রান তোলার পরই পঞ্চম দিনের খেলা শেষ। আবুধাবি টেস্ট ড্র।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ৩৮৩/১০ ও ২য় ইনিংস : ১৫৮/২ (হাফিজ ৮০*, শেহজাদ ৫৫; লাকমল ১/৪৩, হেরাথ ১/৩৭)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২০৪/১০ ও ২য় ইনিংস : ৪৮০/৫ ডি.(চান্দিমাল ৮৯, ম্যাথুস ১৫৭* প্রসন্ন জয়াবর্ধনে ৬৩*; জুনায়েদ ৩/৯৩, বিলাওয়াল ২/১৪৬)।
ফল : ম্যাচ ড্র।
ম্যান অব দ্য ম্যাচ : অ্যাঞ্জেলো ম্যাথুস।
Discussion about this post