জয়টাকে রীতিমতো অভ্যাসে পরিনত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। গতবারের মতো এবারো অপ্রতিরোধ্য লুৎফর রহমান বাদলের দল। তাদের চারে চার। মানে এখন পর্যন্ত ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চার ম্যাচ খেলে জিতেছে চারটিতেই। শুক্রবার তারা ৩ উইকেটে হারিয়েছে শক্তিশালী আবাহনী লিমিটেডকে।
প্রিমিয়ার ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নেমে ভিন্ন অভিজ্ঞতা হল লিজেন্ডস অব রূপগঞ্জের (এলআর) ক্রিকেটারদের। আবাহনী সমর্থকদের ‘উগ্র’ আচরনের শিকার হতে হল তাদের। দলটির ড্রেসিং রুমের সামনে সারাক্ষণই চিৎকার করে মনো সংযোগে বাধা দিয়েছে তারা। এমন কী বাজে স্লোগানও দিতে শোনা গেছে তাদের।
এরইমধ্যেই শুক্রবার ছুটির দিনে ফতুল্লায় প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী তুলে ৪৮.৫ ওভারে ১৮৬ রান। জিয়াউর রহমান করেন ৫১। ৩২ রানে ৫ উইকেট আবুল হাসান রাজুর।
জবাব দিতে নেমে এলআর ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দল পেয়ে যায় ৩ উইকেটের দারুণ এক জয়। শরিফউল্লাহ করেন অপরাজিত ৫৪ রান। ৩৮ অলক কাপালি।
শুধু আবাহনীর সমর্থকরাই নন, আরো বৈরি পরিস্থিতির মধ্য দিয়ে খেলতে হয়েছে চ্যাম্পিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জকে। ম্যাচের এক আম্পায়ারের ব্যাপারে খেলা শুরু আপত্তি জানিয়েছিল দল। কিন্তু ম্যাচরেফারি সেটা আমলে নেন নি।
এরইমধ্যে ৪ ম্যাচে টানা চার জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। একমাত্র অপরাজিত দল তারাই।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী : ১৮৬/১০, ৪৮.৫ ওভার (রকিবুল ২৮, নাসির ৩০, ফরহাদ ৩৯, জিয়াউর ৫১, আবুল হাসান ৫/৩২, শহীদ ২/৩৯)।
লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৮৯/৭, ৪৮.৩ ওভার (মোশাররফ ২৬, অলক ৩৮, শরীফউল্লাহ ৫৪*, নাজমুল ২১; জিয়াউর ৩/৩৪)।
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী।
এদিকে প্রিমিয়ার ক্রিকেট লিগে শুক্রবারের অন্য দুই ম্যাচে জিতেছে প্রাইম দোলেশ্বর এবং ভিক্টোরিয়া।
দোলেশ্বর ৩ উইকেটে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। শেখ জামালের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে ভিক্টোরিয়া।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স- প্রাইম দোলেশ্বর
ব্রাদার্স : ১৫৯/৮, ৫০ ওভার (অভিষেক মিত্র ৫০, জাবিদ ৩৪*, সাদিকুর ২৩; হাবিবুর ২/২৫, মুকতার ২/৩৭)।
প্রাইম দোলেশ্বর : ১৬০/৭, ৪০.৪ ওভার (মালান ৪৬*, রনি ৩৯; ইফতেখার সাজ্জাদ ৪/২০, আসিফ ২/২৬)।
ফল : প্রাইম দোলেশ্বর ৩ উইকেটে জয়ী।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল- ভিক্টোরিয়া
শেখ জামাল : ১৮৫/১০, ৪৫.৫ ওভার (সোহাগ গাজী ৪৫, সায়েম ৪২, নাফীস ৩৩; সোহরাওয়ার্দী শুভ ৪/২২, এনামুল ২/৩২, আবু হায়দার ২/৩৯)।
ভিক্টোরিয়া : ১৮৬/২, ৩৬.৩ ওভার (মাহবুবুল করিম ৬৬, মার্শাল আইয়ুব ৭২*; সোহাগ গাজী ১/২৪)।
ফল : ভিক্টোরিয়া ৮ উইকেটে জয়ী।
Discussion about this post