টুর্নামেন্টের প্রথম ম্যাচে শূণ্য রানে আউট হয়েছিলেন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম। দলও হেরেছিল। সোমবার বিজয় দিবস টি-টুয়েন্টি দ্বিতীয় ম্যাচে সেই ব্যর্থতা ঘুচিয়ে দিয়ে করলেন ৩৭ বলে ৫৯ রান। দল করল ১৭২ রান। এবার দলও জিতল বেশ দাপটে-৭৭ রানের বড় ব্যবধানে।
এমনিতে আবাহনী-মোহামেডান লড়াই মানে একটু অন্যরকম প্রতিদ্বন্দ্বিতার আভাস। কিন্তু সিলেটে আম্বার বিজয় দিবস টি-টুয়েন্টির কাল আবাহনী-মোহামেডানের এই ম্যাচ মোটেও জমেনি। পানসে এবং একতরফা ম্যাচ আবাহনী জিতে নিয়েছে সহজেই। আবাহনীর ১৭২ এর জবাবে মোহামেডান তিন অঙ্কও ছুঁতে পারেনি। গুটিয়ে যায় মামুলি ৯৫ রানে। শাহরিয়ার নাফীসের ৩৪ রান ছাড়া মোহামেডানের আর কেউ ‘ব্যাটসম্যান’ ই যে হতে পারলেন না!
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ১৭২/৯, ২০ ওভার ( সৌম্য ৩৭, মুশফিক ৫৯, মাহমুদউল্লাহ ১৮, জিয়া ২৪, মাশরাফি ২/১৭, দেওয়ান সাব্বির ২/৩০, সাজেদুল ২/৩৮, মমিনুল ১/১৫)
মোহামেডান: ৯৫/১০, ১৪.২ ওভার ( শাহরিয়ার নাফীস ৩৪, মাশরাফি ১৬, শুভাশীষ ২/৩০, ফরহাদ রেজা ২/৯, নাবিল সামাদ ২/১২, সোহরাওয়ার্দী শুভ ২/৯, জিয়া ১/১০, মাহমুদউল্লাহ ১/২৪)
ফল: আবাহনী ৭৭ রানে জয়ী
ম্যাচ সেরা: মুশফিকুর রহিম।
Discussion about this post