বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ল আবাহনী লিমিটেড। ভারতীয় তারকা হনুমা বিহারি এবং মোহাম্মদ মিথুন মিলে শেষ দিকে টি-টুয়েন্টির মতো ব্যাটে ঝড় তুললেন। আর তাতেই আবাহনী করে রেকর্ড ৩৯৩। বাংলাদেশের মাঠে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হয় আবাহনী লিমিটেড। সেখানেই ৩৯৩ রানের বিশাল স্কোর গড়ে ধানমন্ডির ক্লাবটি। ২০১৬ সালে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩৭১ রান তুলেছিল আবাহনী। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোর ছিল সেটাই। এবার নিজেদের গড়া রেকর্ডই টপকে গেল আবাহনী।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান
১. আবাহনী ৩৯৩/৪, প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর
২. আবাহনী ৩৭১/৫, প্রতিপক্ষ মোহামেডান
৩. ইংল্যান্ড একাদশ ৩৭০/৭, প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ
৪. আবাহনী ৩৬৬/৫, প্রতিপক্ষ মোহামেডান
৫. লিজেন্ডস অব রূপগঞ্জ ৩৫৭/৬, প্রতিপক্ষ ওল্ডডিওএইচ
৬. প্রাইম ব্যাংক ৩৫৩/৩, প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট ক্লাব
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভারে ৩৯৩/৪ (এনামুল ১২৮, শান্ত ১২১, বিহারি ৬৬, মিঠুন ৪৭*, নাসির ৭, মোসাদ্দেক ৬*; সালাউদ্দিন ২/৮১, ফরহাদ রেজা ১/৮০, শরিফউল্লাহ ০/৪৮, আব্দুল্লাহ ০/৬৪, আরফাত সানি ০/৬৯, মাসুদ ০/৪৮)।
প্রাইম দোলেশ্বর: ৩৪.১ ওভারে ২৪৪/৩ (ইমতিয়াজ ১২, লিটন ১৪, ফজলে মাহমুদ ১০০, মার্শাল ১০৮*, ফরহাদ রেজা ০*; মাশরাফি ০/৩৪, তাসকিন ৩/৬২, সানজামুল ০/৪১, মিরাজ ০/৪৮, সাকলাইন ০/২৫, বিহারি ০/২১, নাসির ০/৯)।
ফল: ডাকওয়ার্থ-লুইসে আবাহনী ২০ রানে জয়ী
ম্যাচসেরা: এনামুল হক
Discussion about this post