চির প্রতিদ্ধন্দীর লড়াইটা তেমন জমল না। অনেকটা অনায়াসেই মোহামেডানের বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে নিল আবাহনী। বুধবার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলায় প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। মিরপুরে তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ১৬৮ রান। দলের বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক মাশরাফি। তিনি ৭৩ বলে করেন ৬১ রান। ৪৫ রান করেন নাঈম ইসলাম।
১৮ রান দিয়ে ৩ উইকেট নেন শুভাশীষ রায়। জবাব দিতে নেমে ৩৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে আবাহনী।
৫৫ রান করেন লিটন দাস। ২৬ রানে ২ উইকেট নেন আলাউদ্দিন বাবু।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দিনের আরেক ম্যাচে চামারা কাপুগেদারার নৈপুণ্যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬৬ হারাল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
কাপুগেদারা ব্যাট হাতে তুলে নেন সেঞ্চুরি। এরপর বল হাতে শিকার করেন ৪ উইকেট।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া। ৪ উইকেট হারিয়ে তারা তুলে ৩০১ রান। কাপুগেদারা ১৬১ রানে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে ৫০ ওভারে অলআউট হয়ে তারা তুলে ২৩৫ রান। ৭৭ রান করেন তাইয়েবুর পারভেজ।
দিনের আরেক খেলায় কলাবাগানকে ৮ রানে হারাল ব্রাদার্স ইউনিয়ন।
বিকেএসপিতে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ১৫৩ রানে অলআউট হয় ব্রাদার্স। মিলিন্দা শ্রীবর্ধানা ৬৯ বলে ৫৭ রান করেন ।
জবাব দিতে নেমে ৪৭.১ ওভারে অলআউট হয়ে কলাবাগান তুলে ১৪৫ রান।
Discussion about this post