ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেই কথা বলেছে তার ব্যাট। খেলেন ৯২ ও ১০০ রানের দারুণ দুটো ইনিংস। ফের চমক দেখালেন নাঈম ইসলাম। তবে তাকে সঙ্গে দিতে পারেন নি কেউ। সোমবার জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচের রাজশাহী প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট। নাঈম করেন ৬০ রান। আর প্রথম দিন শেষে রাজশাহী তুলেছে বিনা উইকেটে ৯৯ রান।
সকালে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ব্যাট করতে নেমেই চাপে পড়ে রংপুর। সেই চাপ আর কাটিয়ে উঠা হয়নি। এশিয়া কাপ ফাইনালে সেঞ্চুরি করা লিটন দাস ঘরোয়া ক্রিকেটে ফিরে করেন ১৭ রান। আগের রাউন্ডের ডাবল সেঞ্চুরিয়ান আরিফুল হকও কিছুই করতে পারেন নি। এক পর্যায়ে ৫৯ রান তুলতেই রংপুরের শেষ ৬ উইকেট।
তারপর সপ্তম উইকেটে নাঈম ও সোহরাওয়ার্দী শুভ কিছুটা প্রতিরোধ গড়েন। দু’জন গড়েন ৫৮ রানের জুটি। ২৯ রানে আউট শুভ। ১৪২ বলে ৬০ করেন নাঈম। ফরহাদ রেজা তুলে নেন তিন উইকেট। পসমান উইকেট পেয়েছেন অভিষেক ম্যাচে নামা মহর শেখ।
এরপর জবাব দিতে নেমে দারুণ খেলেছেন নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান। দু’জন তুলেন ৯৯ রান। মিজানুরেোর দিন শেষে সংগ্রহ ৮৫ বলে ৫৯ রান। শান্ত আছেন সঙ্গে ৩৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর ১ম ইনিংস: ৫৯.৪ ওভারে ১৫১ (লিটন ১৭, জাহিদ ৮, মাহমুদুল ১৮, নাঈম ৬০, তানবীর ০, আরিফুল ৫, ধীমান ০, সোহরাওয়ার্দী ২৯, সাজেদুল ৫, সাদ্দাম ১*, শুভাশিস ০; ফরহাদ ৩/৩৯, মহর ৩/৩৭, শফিকুল ২/৩১, তাইজুল ১/২৬, সানজামুল ১/১২)।
রাজশাহী ১ম ইনিংস: ২৭ ওভারে ৯৯/০ (শান্ত ৩৭*, মিজানুর ৫৯*; শুভাশিস ০/১৬, আরিফুল ০/২২, সাদ্দাম ০/১১, সোহরাওয়ার্দী ০/২২, মাহমুদুল ০/২৫)।
Discussion about this post