ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাঠের ক্রিকেট এবং সংসার দুটোই সামাল দিয়ে এগিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। মাঝে বিশ্রাম নিয়ে সময় দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মাকে। তার সঙ্গেই কেটেছে সময়। তবে এবার ফেরার পথে তিনি। সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যেখানে বিশ্রাম শেষে ফিরলেন বিরাট কোহলি।
২৪ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্বে থাকবেন বিরাট কোহলি। তারপরই বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজে নামবে ভারত৷ নিউজিল্যান্ড সফরের শেষ দু’টি ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা বিরাট কোহলিকে সেখানেও থাকবেন নেতৃত্বে।
আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে অজিদের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ খেলতে নামছে ভারতীয় দল৷ এই লড়াইয়ে পুরো শক্তি নিয়েই নামছে ভারতীয় দল।
ভারত টি-টুয়েন্টি দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্ট, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, বিজয় শংকর, যুবেন্দ্র চাহেল, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কাউল, মায়াঙ্ক মার্কান্ডে৷
প্রথম দুই ওয়ানডের দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, কেদার যাদব, ঋষভ পান্ট, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, বিজয় শংকর, যুবেন্দ্র চাহেল, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কাউল, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব৷
# সর্বশেষ ওয়ানডে’র দলে যোগ দেবেন শুধুমাত্র ভুবনেশ্বর কুমার৷
Discussion about this post