নতুন কোন দ্রুততম মানব পেলো না বাংলাদেশ। সেই পুরনো মুখেই হাসি। শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন বিকেএসপির দুই ক্রীড়াবিদ অ্যাথলিট মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩তম জাতীয় সামার অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী হয়েছেন এই দুই স্প্রিন্টার।
জাতীয় সামার অ্যাথলেটিক্সের দ্বিতীয় ও শেষ দিনে ছেলেদের ১০০ মিটারে ১০.৩০ সেকেন্ড সময় নিয়ে শাহ ইমরান ও শরীফুল ইসলামকে পেছনে শ্রেষ্টত্ব ধরে রাখেন মেজবাহ। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো ১০০ মিটারে দেশসেরা হলেন তিনি। জাতীয় অ্যাথলেটিক্সে তিনবার, সামার অ্যাথলেটিক্সে দুইবার ও বাংলাদেশ গেমসে সেরা হন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলা এই অ্যাথলিট।
মেয়েদের ১০০ মিটারে দৌড়ে ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন শিরিন। সোহাগী আক্তার ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও সুস্মিতা ঘোষ ১২.৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। জাতীয় অ্যাথলেটিক্সে তিনবার ও সামার অ্যাথলেটিক্সে দুইবার মিলিয়ে এ নিয়ে পাঁচবার দেশের দ্রুততম মানবী হলেন শিরিন।
এমন সাফল্যের পর মেজবাহ-শিরিন দুজনই আন্তর্জাতিক আসরে পদক জয়ের প্রত্যয় শোনালেন। তার আগে অবশ্য দীর্ঘমেয়াদী অনুশীলনের ব্যবস্থা করে দিতেও অনুরোধ করলেন তারা।
Discussion about this post