ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শহীদ আফ্রিদি এমনই, হয় ছক্কা না হয় অক্কা। এ কারণে শূন্য রানে আউটের রেকর্ডটাও তার। ২০১৯ সালে পেশাদার ক্রিকেটে শূন্যের সেঞ্চুরি হয় তার। সোমবার স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি প্রথম বলে শূন্যের রেকর্ড গড়লেন আফ্রিদি। গোল্ডেন ডাকে তিনিই নাম্বার ওয়ান। তবে তার পথেই আছেন সাকিব আল হাসান।
প্রথম বলে শূন্যের অনাকাংখিত রেকর্ডকের দৌড়ে ছিলেন ডোয়াইন ব্রাভো ও আফ্রিদি। সেই লড়াইয়ে এবার ব্রাভোকে পেছনে ফেললেন আফ্রিদি। ক্যান্ডি টাস্কারসের বিপক্ষে গল গ্ল্যাডিয়েটরসের ম্যাচে ফের গোল্ডেন ডাকের রেকর্ড গড়েন আফ্রিদি। এই অপ্রত্যাশিত রেকর্ডের শীর্ষ পাঁচে রয়েছেন বাংলাদেশের সাকিবও।
মজার ব্যাপার হলো এ পর্যন্ত যে টুর্নামেন্টেই টি-টুয়েন্টি খেলেছেন- সবখানেই কমপক্ষে একটি শূন্য রয়েছে আফ্রিদির। আবার পাকিস্তান জাতীয় দলের হয়ে ছয়টি গোল্ডেন ডাক পেয়েছেন তিনি। পিএসএল, টি-টুয়েন্টি ব্লাস্ট, আইপিএল, বিগ ব্যাশ, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও গোল্ডেন ডাক রয়েছে তার। এবার লঙ্কা প্রিমিয়ার লিগেও প্রথম বলে আউট তিনি।
সব টুর্নামেন্ট মিলিয়ে স্বীকৃত টি-টুয়েন্টিতে ১৭টি গোল্ডেন ডাক আফ্রিদির।
একনজরে-
ব্যাটসম্যান শূন্য ইনিংস
শহীদ আফ্রিদি ১৭ ২৭৬
ডোয়াইন ব্রাভো ১৬ ৩৭২
উমর আকমল ১৪ ২৪২
সাকিব আল হাসান ১৪ ২৮৫
ডোয়াইন স্মিথ ১৪ ৩২৭
Discussion about this post