ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের জাদুকারী বোলিং নৈপুণ্যে সহজ লক্ষ্যমাত্রা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে টিম টাইগার্স। একটা সময় ৯ রানের ব্যবধানে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসানকে হারিয়ে হারের চোখ রাঙানিও পেয়েছিল টিম টাইগার্স। তবে শেষ পর্যন্ত তেমনটা হতে দেননি আফিফ হোসেন ও নুরুল হোসেন সোহান। তাদের সাহসী ব্যাটিংয়ের সুবাদে বুধবার ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও জয় পেয়েছিল স্বাগতিকরা। টানা জয়ে এখন টি-টুয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। শুক্রবারই ফের মাঠে নামবে দুই দল।
বুধবার আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের বীরত্বে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও টাইগাররা জিতে নিয়েছে ৫ উইকেটে ৮ বল হাতে রেখে।
বুধবার মিরপুরে আগে বল হাতে মোস্তাফিজ-শরিফুলদের তোপে ৭ উইকেটে ১২১ রানেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দেয় বাংলাদেশ। জবাবে আফিফ-নুরুলের নৈপুণ্যে ১৮.৪ বল মোকাবেলা করে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এরফলে টাইগাররা ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গল। আফিফ ৩১ বলে ৩৭ ও নুরুল করেন অপরাজিত থাকেন ২১ বলে ২৩ রান করে। এরআগে সাকিব ২৬ ও মেহেদী করেন ২৩ রান।
যে কোনো ধরনের ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়াকে টানা দুই ম্যাচে হারাল বাংলাদেশ। ৮ বল বাকি থাকতেই বুধবার ধরা দিল জয়।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২১/৭ (ফিলিপি ১০, কেয়ারি ১১, মার্শ ৪৫, হেনরিকেস ৩০, ওয়েড ৪, টার্নার ৩, অ্যাগার ০, স্টার্ক ১৩*, টাই ৩*; মেহেদি ৩-০-১২-১, নাসুম ৪-০-২৯-০, সাকিব ৪-০-২২-১, মুস্তাফিজ ৪-০-২৩-৩, শরিফুল ৪-০-২৭-২, সৌম্য ১-০-৭-০)
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১২৩/৫ (নাঈম ৯, সৌম্য ০, সাকিব ২৬, মেহেদি ২৩, মাহমুদউল্লাহ ০, আফিফ ৩৭*, সোহান ২২*; স্টার্ক ৩-০-২৮-১, হেইজেলউড ৩.৪-০-২১-১, অ্যাগার ৪-০-১৭-১, জ্যাম্পা ৪-০-২৪-১, টাই ৩-০-২৭-১, মার্শ ১-০-৬-০)
ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা : আফিফ হোসেন
Discussion about this post