ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অন্যের জন্য ফাঁদ পাততে গিয়ে এখন নিজেরাই সেই ফাঁদে! ঠিক তাই, আফগানিস্তান দলকে কোণঠাসা করতে স্পিন উইকেট তৈরি করেছিলেন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর। কিন্তু নিজেরাই এখন স্পিনে কাবু। সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনই ব্যাকফুটে বাংলাদেশ।
আফগানদের ৩৪২ রানের জবাবে শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলেছে ৮ উইকেটে ১৯৪ রান। রশিদ খানদের প্রথম ইনিংসের চেয়েও এখন ১৪৮ রান পিছিয়ে স্বাগতিকরা। তবে লড়ে যাচ্ছেন মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। নবম উইকেটে তারা অবিচ্ছিন্ন থেকে গড়লেন ৪৮ রানের জুটি।
এর আগে বেশ বড় স্কোরই গড়ে আফগানরা। তাদের দেওয়া সেই চ্যালেঞ্জে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। উইকেট পতন এরপর আর থামেনি। মাঝে শুধু লিটন দাস ও সৌম্য সরকার গড়েন ৩৮ রানের জুটি। কিন্তু ৬৬ বলে ১৭ রান করা সৌম্য ফিরতেই সর্বনাশ। লিটন দাস (৬৬ বলে ৩৩), সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের কেউ এরপর ইনিংস টানতে পারেননি। সর্বোচ্চ ৫২ রান করেন মুমিনুল হক।
নবম উইকেটে মোসাদ্দেক–তাইজুলের অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটিতে। ৭৪ বলে ৪৪ রানে অপরাজিত মোসাদ্দেক। অন্য প্রান্তে তাইজুল ৫৫ বল খেলে অপরাজিত রয়েছেন ১৪ রানে।
রশিদ খান শুক্রবার বেশি ভুগিয়েছেন বাংলাদেশকে। দ্বিতীয় সেশনে। নিজের পঞ্চম ওভারেই বাংলাদেশকে ফলো অনের শঙ্কায় ফেলে দেন এই স্পিনার। তিন বলের ব্যবধানে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে ফেরান তিনি। সাকিব (১১) রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি। এক বল পরই মুশফিক (০) ক্যাচ দেন শর্ট লেগে। বল তাঁর জুতোর মাথায় লেগে জমা পড়ে ইব্রাহিম জাদরানের হাতে। এর কিছুক্ষণ পরই আফগান অধিনায়ক বোল্ড করে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদকে। মেহেদি হাসান মিরাজও টিকতে পারেননি বেশিক্ষণ। কায়েস আহমেদের লেগ স্টাম্পের বল সুইপ করতে গিয়ে তিনি হন বোল্ড।
দিন শেষে উইকেট নিয়ে আপত্তি তুললেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা এমন উইকেট আশাই করিনি। তাই আমাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে গেছে। এমন ফ্ল্যাট উইকেট দেখে আমরা সবাই আসলে বিস্মিত। এমন কিছু তো আমরা আশা করিনি এখানে! যা আশা করেছিলাম, তার পুরোই উল্টোটা পেলাম।’ তারপরও অবশ্য লড়ে যেতে চান তিনি। তবে তার আগে শনিবার লাঞ্চের আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাট করতে পারলেই হয়!
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান ১ম ইনিংস: ১১৭ ওভারে ৩৪২/১০ (ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, শহিদি ১৪, আসগর ৯২, নবি ০, আফসার ৪১, রশিদ ৫১, কাইস ৯, ইয়ামিন ০, জহির ০*; তাইজুল ৪১-৫-১১৬-৪, সাকিব ২২-১-৬৪-২, মিরাজ ২৮-৫-৭৩-১, নাঈম ১৩-০-৪৩-২, মাহমুদউল্লাহ ৪-০-৯-১, সৌম্য ৪-০-২৬-০, মুমিনুল ৪-০-৯-০, মোসাদ্দেক ১-০-১-০)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৯৪/৮ (সাদমান ০, সৌম্য ১৭, লিটন ৩৩, মুমিনুল ২৭*, সাকিব ১১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক ৪৪*, মিরাজ ১১, তাইজুল ১৪*; ইয়ামিন ১০-২-২১-১, নবি ২০-৬-৫৩-২, জহির ৯-১-৪৬-০, রশিদ ১৮-৩-৪৭-৪, কাইস ৮-২-২২-১)।
# ২য় দিন শেষে
Discussion about this post