ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দিন কয়েক আগেই প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। নবজাতক ও তার মা’র সঙ্গে সময় কাটিয়ে এবার ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন তাসকিন আহমেদ। প্রথমবারের হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) ডাক পেয়েছেন এই পেসার। এই লিগে খেলতে মঙ্গলবার রাতেই দেশ ছেড়েছেন তিনি।
বাংলাদেশ থেকে আফগান লিগে শুরুতেই ডাক পেয়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। শেষ দল পেয়েছেন তাসকিন আহমেদ।
আফগান লিগের তামিম ও মুশফিককে দলে নিয়েছে নাঙ্গরহার। যদিও চোটের কারণে দু’জনেরই এই লিগে খেলা অনিশ্চিত। তামিম আগেই মাঠের বাইরে। একইভাবে মুশফিকও খেলতে চাইছেন না এই আসরে।
পাঁচটি দল নিয়ে জমবে আফগান লিগ। যেখানে তাসকিন আছেন কান্দাহার নাইটসে। এবারই প্রথম কোন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দেখা মিলবে তার। ৩০ হাজার ডলারে দলটিতে নাম লেখান তিনি। এই দলে সতীর্থ হিসেবে পাবেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামসহ ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিংকে।
৫ অক্টোবর শুরু হবে লিগ। আর শেষ ২১ অক্টোবর। টুর্নামেন্টের ২৩টি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।
Discussion about this post