ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসান আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) খেলছেন না এটা নিশ্চিত ছিল আগেই। তবে যে সুযোগ পাবেন তা নিয়ে ছিল জল্পনা। বিশেষ করে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা মোহাম্মদ আশরাফুল স্বপ্ন দেখছিলেন। কিন্তু সুযোগ পেলেন না তিনি। প্লেয়ার্স ড্রাফটে কোন দলই কিনেনি তাকে।
অবশ্য সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টি-টুয়েন্টি লিগে থাকছেন বাংলাদেশের দুই ক্রিকেটার।
তামিম ইকবাল ও মুশফিকুর রহীম আছেন একই দলে। প্লেয়ার ড্রাফটে সোমবার বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিককে দলে নিয়েছেন নানগারহার দলের ফ্রাঞ্চাইজিরা।
আগামী ৫ থেকে ২৩ অক্টোবর অনুষ্টিত হবে এপিএলের খেলা। যেখানে টুর্নামেন্টে নানগারহার ছাড়াও থাকছে আরো চার দল- কাবুল, কান্দাহার, বালখ ও পাকটিয়ার।
প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিমের মূল্য ৭৫ হাজার ডলারে। আর সিলভার ক্যাটাগরিতে থাকা মুশফিকের ফ্লোর প্রাইস ৩০ হাজার ডলার।
ড্রাফটে তামিম-মুশফিক ছাড়াও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, লিটন দাস, আবুল হাসান, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক আর সানজামুল ইসলাম। কিন্তু দল পান নি তারা।
প্রথমবারের অনুষ্টিত হবে এপিএল। যেখানে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদিকে দেখা যাবে। পাশাপাশি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও আছেন। আর আফগানিস্তানের সেরা তারকারা তো আছেনই!
Discussion about this post