ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফরের দলে রয়েছেন তারা। কিন্তু সেই মিশনে মূল দলের সঙ্গে যাচ্ছেন না রুবেল হোসেন, সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুন। তার আগে তারা খেলবেন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে।
চট্টগ্রামে সফরকারী আফগান দলের সঙ্গে প্রথম ওয়ানডে শুক্রবার। সেই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন তারা। ইংল্যান্ড বিশ্বকাপে মাঠের ক্রিকেটে সুযোগ কমই মিলেছে রুবেল, সাব্বির ও মিঠুনের। এ কারণেই তাদের পরখ করতে চাইছেন নির্বাচকরা। একইভাবে এনামুল দলে ফিরলেন বছর খানেক পর। তার সামনেও পরীক্ষা।
ইমরুল কায়েস আছেন দলে। ডাক পেলেন ফরহাদ রেজা, ফজলে মাহমুদ। দলে রয়েছেন আবু হায়দার রনি, মেহেদি হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদিও।
প্রথম ওয়ানডের বাংলাদেশ ‘এ’ দল-
ইমরুল কায়েস, এনামুল হক, আফিফ হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, আবু জায়েদ চৌধুরী, ফজলে মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও মেহেদি হাসান।
Discussion about this post