শেষ অব্দি টিকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। যদিও তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে দাঁড়াতে চান। কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে মিটিং শেষে হয়তো মন বদলেছেন তিনি। তাইতো তাকে অধিনায়ক রেখেই আজ শুক্রবার আফগানদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। যদিও এমন একটা ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিসিবি সভাপতি। দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেস বোলার নাহিদ রানা।
অসুস্থতার কারণে দলে নেই উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টেও জ্বরে কারণে দলে ছিলেন না তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে গত মার্চে খেলা সবশেষ ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
বাংলাদেশ দল আগামী ৩ ও ৪ নভেম্বর দুই গ্রুপে ভাগ হয়ে এই সিরিজ খেলতে ভেন্যু দেশ সংযুক্ত আরব আমিরাতে যাবে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি ৬ নভেম্বর। ৯ ও ১১ নভেম্বর হবে পরের দুই ম্যাচ। শারজায় অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচই।
আফগান সিরিজের বাংলাদেশ দল
সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
Discussion about this post