এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ (মঙ্গলবার) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। টাইগারদের জন্য এটি এক বাঁচা-মরার ম্যাচ, কারণ সুপার ফোরে উঠতে জয় ছাড়া কোনো বিকল্প নেই।
গ্রুপের দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এক জয় ও এক হারের ২ পয়েন্ট। প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হেরে ব্যর্থ হয়েছে তারা। এ কারণে আজ আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে, পাশাপাশি রানরেটের হিসাবও নজরে রাখতে হবে।
যদিও পরিসংখ্যান বাংলাদেশ শিবিরের পক্ষে নেই। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে ১২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৫, হেরেছে ৭। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে দু’টিতে, হেরেছে তিনটিতে। সর্বশেষ ২০২২ সালে মুখোমুখি হয় ৭ উইকেটে হেরেছিল।
সুন্দর শুরু এবং শক্তিশালী সাম্প্রতিক ফর্মে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়লেও, আফগান স্পিন আক্রমণের মোকাবিলা ও মিডল অর্ডারের স্থিতিশীলতা হবে মূল চাবিকাঠি। ইনজুরি থেকে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ, যা বোলিং ইউনিটকে আরও শক্ত করবে।
এই লড়াইটি সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। খেলা দেখাবে সনি স্পোর্টস, টি স্পোর্টস ও নাগরিক টিভি।
Discussion about this post