কিছুতেই কিছু হচ্ছে না। আনুষ্ঠানিক-প্রস্তুতি ম্যাচ সব জায়গাতেই একই দৃশ্যপট। এবার আফগানিস্তানের বিপক্ষে দিশেহারা বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৬২ রানের বড় ব্যবধানে হারল সাকিব আল হাসানের দল। আফগানদের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৮ রান থামল টাইগাররা।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। অধিনায়ক নবীর ১৭ বলে ৪১ রান ও ইব্রাহিম জাদরানের ৩৯ বলে ৪৬ রানে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬০ রান। তাড়া করতে নেমে ফজলহক ফারুকী, মুজিব-উর-রহমানদের বোলিং তোপে বাংলাদেশ গুটিয়ে গেছে ৯৮ রানে।
এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজে টি-টুয়েন্টি ফরম্যাটে চেনা যায়নি বাংলাদেশ দলকে। এমন কী বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতিতেও একই অবস্থা। নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হারল সাকিব আল হাসানের দল।
আফগানিস্তানের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পথ হারায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে চলে যায় ৪ উইকেট।বাঁহাতি পেসার ফজলহক ফারুকি আউট করেন ১২ রান করা নাজমুল হোসেন শান্ত, ১ রান করা সাকিব আল হাসান ও কোন রান না করা আফিফ হোসেনকে।
১ রান করে ফেরেন সৌম্য সরকার। ৭ ওভারে ৩২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় মোসাদ্দেক হোসেন সৈকতের ৩৩ বলে ২৯ রানে শুরু ব্যবধান কমাতে পেরেছে বাংলাদেশ। ফারুকি ৮ রানে ৩ উইকেট নেন।
এর আগে ব্রিসবেনের অ্যালান বোর্ডার গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ১৬ বলে ১৫ রান করে আউট হন হজরতউল্লাহ জাজাই। ১৯ বলে ২৭ রান করেন রাহমানুল্লাহ গুরবাজ। ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবি পথ দেখান তাদের। ৩৯ বলে ৪৬ রান করেন জাদরান। নবি ১৭ বলে ৪১ রান। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। তাসকিন আহমেদ নেন এক উইকেট।
দক্ষিন আফ্রিকার বিপক্ষে বুধবার এই মাঠেই বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।
Discussion about this post