ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো দিন কয়েক আগেই চট্টগ্রাম টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। আফগানিস্তান বিস্ময়করভাবেই তুলে নেয় জয়। সেই হারের পর ফের রশিদ খানদের মুখোমুখি সাকিব আল হাসানের দল। কিন্তু এবার টেস্ট নয়, টি-টুয়েন্টি। ওভাই ত্রিদেশীয় সিরিজের ম্যাচে রোববার সন্ধ্যায় মিরপুরে মুখোমুখি হচ্ছে দুই দল।
রশিদ খানরা টেস্ট ও ওয়ানডের চেয়ে টি-টুয়েন্টিতে বাংলাদেশের চেয়ে শক্তিশালী। বিশ্ব ক্রিকেটে এরইমধ্যে নিজেদের দাপট দেখিয়েছে দলটি। তবে আগের দিনই আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিংয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা। সেই জয়ের রেশ ধরে রাখতে চায় দল।
আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া জয়টাই সাহস দিচ্ছে। ১৪৫ রানের সামনে নেমে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে দারুণ খেলেন আফিফ হোসেন ধ্রুব। ২৬ বলে করেন ৫২ রান।
সেই সাফল্যের রেশ ধরে রাখতে চান সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আফগানিস্তান আরেকটি কঠিন প্রতিপক্ষ। ওদের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে। তাহলেই জিততে পারবো আমরা। আশা করি সেটা করতে পারবো।’
যদিও দল খুব একটা ছন্দে নেই। বেশ কিছুদিন ধরেই ভাল খেলছে না। বিশেষ করে টি-টুয়েন্টিতে সাফল্য ধরা দিচ্ছে না। এ অবস্থায় আফিফ-মোসাদ্দেকের ইনিংস সাহস দিচ্ছে সাকিবদের। অধিনায়ক বলেন, ‘গত ম্যাচে মোসাদ্দেক ও আফিফ যেভাবে খেলেছে তাতে আমি খুশি। আশা করি, ওরা এটা ধরে রাখতে পারবে। আর আমাদের টপ অর্ডারও ছন্দে ফিরবে।’
বাংলাদেশ-আফগানিস্তান টি-টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে মোট ৪বার। যেখানে টাইগাররা জিতেছে একটিতে। বাকি তিনবার দেখতে হয়েছে হার। এবার সেই ব্যর্থতা কাটিয়ে উঠার পালা। এই ম্যাচটিতে জিতলে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে খেলার পথটাও বেশ প্রস্বস্ত হয়ে যাবে সাকিবদের।
Discussion about this post