স্বপ্নের মতো শুরু। অবশ্য যুবা ক্রিকেটে বরাবরই দুর্দান্ত খেলেন যুবারা। এবারও তাই হলো। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে অনায়াসে হারিয়ে দিল বাংলাদেশ দল।
৪৫ রানের এই জয়ে বড় ভূমিকা রাখলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। যুব ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি ছিল না কোন বাংলাদেশি ক্রিকেটারের। আজিজুল সেই অপ্রাপ্তি ঘুচিয়ে দিলেন। অধিনায়কের দারুণ শতকে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫০ ওভারে করে ২২৮ রান। আফগানরা জবাব দিতে নেমে ১৮৩ রানে আটকে যায়।
এদিন দেখার মতো এক ইনিংস খেলেন আজিজুল তামিম। আট চার ও চার ছক্কায় ১৩৩ বলে ১০৩ রান করেন জুনিয়র টাইগার ক্যাপ্টেন। দ্বিতীয় উইকেটে কালাম সিদ্দিকির সঙ্গে ১৪২ রানের জুটি গড়েন তিনি। এরপর বল হাতেও ছিল তাদের দাপট। সেই রান আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট তুলে নেন।
দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। এরপরই পথ দেখান আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি। দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। ফিফটি করে কালাম বিদায় নেন। তামিম পেয়ে যান সেঞ্চুরি। তাতেই বাংলাদেশ ৯ উইকেটে করে ২২৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেন তামিম। ১১০ বলে কালাম তুলেন ৬৬ রান।
আফগানদের হয়ে ২টি করে উইকেট নেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।
এদিকে গ্রুপের আরেক ম্যাচে শুক্রবার নেপালকে ৫৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। রোববার নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি আজিজুল তামিমের দল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২২৮/৯ (জাওয়াদ ০, কালাম ৬৬, আজিজুল ১০৩, দেবাশিস ১, জেমস ১০, রিয়াজ ৫, ফাহাদ ০, ফরিদ ১০, রাফি ১১*, মারুফ ০, ইমন ১*; আজিজ ৯-১-২৯-২, গাজানফর ১০-১-২৫-১, ওমারজাই ১০-০-৪৯-২, স্টানিকজাই ১০-০-৪৬-২, মারুফখিল ৭-০-৪৭-১, নিয়াজাই ৪-০-২২-০)।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৭.৫ ওভারে ১৮৩/১০ (মেহবুব ১৬, নিয়াজাই ৮, আহমাদজাই ৫৮, মারুফখিল ৩৪, ইব্রাহিমজাই ১৯, আমিরি ১৭, হামজা ৫, স্টানিকজাই ৩, আজিজ ৫, ওমারজাই ২*, গাজানফার ২; মারুফ ৯-০-২৫-২, ফাহাদ ৯.৫-০-৩৬-৩, ইমন ৮-০-৪০-৩, রাফি ৭-০-৩২-১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৪৫ রানে জয়ী।
ম্যাচসেরা: আজিজুল হাকিম।
Discussion about this post