ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মরণ ব্যাধি করোনার ছবলে আপাতত সব ধরণের ক্রিকেট বন্ধ। যার প্রভাব পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে। যে কারণে একের পর এক সিরিজ স্থগিত হয়ে যাচ্ছে। তবে এবার টাইগারদের কিছুটা আশার খবর দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
আগামী আগস্টে পূর্নাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা। কিন্তু করোনার কারণে শঙ্কা ভর করেছিল। তবে নিউজিল্যান্ড ক্রিকেট এখনই ঐ সিরিজ স্থগিতের পক্ষে নয়। এ ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, নর্দান হ্যাম্পাশায়ার ও ওয়েস্ট ইন্ডিজ সফর অনিশ্চিত। তবে আগস্টে বাংলাদেশ সফর এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের ভারত সফর স্থগিতের সময় এখনও আসেনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সকলের জন্য অবশ্যই এই পরিস্থিতি অত্যন্ত হতাশার। বিশ্বব্যাপী যেভাবে করোনা ছড়িয়ে পড়েছে আমাদের শুধু নিজ দেশের লোকের নিরাপদ রাখার কথা চিন্তা করলেই হবে না, বিশ্বের সকল মানুষের সুস্থতার বিষয়টি মাথায় রাখতে হবে। চলমান এই লকডাউনের সঙ্গে আমরা তাই পুরোপুরি একাত্মতা প্রকাশ করছি।’
চলতি মাসের শেষে শ্রীলঙ্কা আসার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে ওই সিরিজ। এছাড়া জুন-জুলাই ও আগস্টে নিউজিল্যান্ডের নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরে আসার কথা ছিল। ওই সিরিজগুলোর মাথার ওপরেও শঙ্কার কালো মেঘ। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনই জুন-জুলাইয়ের সিরিজ এমনকি আগস্টে বাংলাদেশ সফর স্থগিতের কথা ভাবছে না।
করোনার কারণে পৃথিবীর বিভিন্ন বোর্ড তাদের খেলোয়াড়দের বেতন কাটছে। যদিও এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে ডেভিড হোয়াইট জানান, ‘বিষয়টি পর্যবেক্ষণ করছি আমরা। কর্মীদের ওপর চাপ পড়ে এমন কোন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো না আমরা। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে, সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে সবার।’
Discussion about this post