ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি ক্রিকেট দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এমন কী টি-টেনও এসেছে। এবার আসছে ১০০ বলের ক্রিকেট। এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে। তবে নতুন এই ফরম্যাট নিয়ে আপত্তি আছে বিরাট কোহলির। ভারতীয় ক্রিকেট অধিনায়ক জানালেন, ক্রিকেটের ভবিষ্যতের জন্য এমন ফরম্যাট মোটেও সুখপ্রদ কিছু দেবে না।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে ৮ দল নিয়ে ইংল্যান্ডে শুরু হবে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। এনিয়ে বিরাট কোহলি জানালেন, ‘অবশ্যই যারা এই ১০০ বলের ক্রিকেটের সঙ্গে জড়িত তারা এই ফরম্যাটের খেলার দেখার অপেক্ষায় আছে। তবে আমি আরও একটা ফরম্যাটের কথা ভাবতে পারছি না।’
কোহলি মনে করেন এভাবে নিত্য নতুন ফরম্যাট আর অতি বানিজ্যকরণের চিন্তা ক্ষতি করছে ক্রিকেটার। ভারত অধিনায়ক বলেন, ‘এটা বলবো না ১০০ বলের ক্রিকেটে আমি হতাশ। তবে আপনাকে যখন নিয়মিত এত বেশি ক্রিকেট খেলতে হবে তখন আপনি এর বিপরীতে অনেক বেশি দাবী করবেন। আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। ক্রিকেটের মধ্যে বাণিজ্য ঢুকে ক্রিকেটের আসল সৌন্দর্য্যটা নষ্ট করে দিচ্ছে। এটা আমাকে খুবই কষ্ট দিচ্ছে।’
তবে ২০ ওভারের ক্রিকেট টানে কোহলিকে। জানান, ‘দেখুন, আমি আইপিএল খেলতে ভালোবাসি, বিগ ব্যাশ দেখতে ভালোবাসি। কারণ এখানে আপনি নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে এগুচ্ছেন। কোয়ালিটি ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন। একজন ক্রিকেটার হিসেবে এগুলোই আপনার চাওয়া থাকে। নতুন ফরম্যাট বানিয়ে পরীক্ষা নিরীক্ষা করা নয়।’
Discussion about this post