ঈদের আনন্দ পেরিয়ে এবার ক্রিকেট ফেরার পালা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা চলছে পুরোদমে, তবে এরই মধ্যে জাতীয় দলকে প্রস্তুত হতে হচ্ছে নতুন মিশনের জন্য। চ্যাম্পিয়নস ট্রফির হতাশার পর এবার লক্ষ্য টেস্টে ঘুরে দাঁড়ানো, প্রতিপক্ষ-জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে দল ১৫ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবে। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ১১ এপ্রিল, সিলেটে। এখনো স্কোয়াড ঘোষণা না হলেও ধারণা করা যাচ্ছে, ডিপিএলের ১০ এপ্রিলের ম্যাচ শেষে জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দেবেন এই প্রস্তুতি ক্যাম্পে।
মূলত ২০২৪ সালেই জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি–টোয়েন্টি খেলার সূচি ছিল। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে তখন শুধু ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ হয়েছিল। এবার সেই ফেলে আসা টেস্ট সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে।
টাইগাররা সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে পশ্চিম ইন্ডিজের বিপক্ষে, যেখানে ফলাফল ১-১। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা হারের বেদনা এখনও তরতাজা। ভারতের বিপক্ষেও ছিল হোয়াইটওয়াশ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে এবার ঘুরে দাঁড়ানোই মূল লক্ষ্য।
টেস্ট সিরিজের সময়সূচি
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম টেস্ট ২০–২৪ এপ্রিল সিলেট
দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল–২ মে চট্টগ্রাম
Discussion about this post