ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির সময় মিরপুর শের-ই-বাংলা জাতিয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। তাদের এ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রিকেটারদের সংস্থা কোয়াব।
বেশ আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার সম্ভাবনা শেষ হয়েছিল রাজ্জাক-নাফিসের। তারপরও মনের আনন্দেই ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছিলেন তারা। যা চলত আরো কিছুদিন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি পাওয়ায় থামতেই হল তাদের। রাজ্জান হয়েছেন নির্বাচক আর নাফিস চাকরি নিয়েছেন ক্রিকেট অপারেশনস বিভাগে। তাই মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ হচ্ছে না বাংলাদেশ দলের এই সাবেক দুই ক্রিকেটারের।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে ৬০০ উইকেট শিকারের কৃতিত্বের অধিকারী রাজ্জাক জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট খেলে ২৮ উইকেট, ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেট এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ৪৩ উইকেট। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে ২৪ টেস্ট খেলে ১২৬৭ রান করেছেন নাফিস। এই ফরম্যাটে একটি সেঞ্চুরিও আছে তার। ৭৫ ওয়ানডে খেলে তিনি করেছেন ২২০১ রান, এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি আছে তার।
Discussion about this post