পল ফারব্রেসের বিকল্প খুঁজে নিতে দেরি করল না ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। মূল কোচের চাকরি ছেড়ে তিনি হয়েছেন ইংল্যান্ডের সহকারী কোচ। তার জায়গায় শ্রীলঙ্কার মুল কোচ হলেন মারভান আতাপাত্তু। শুক্রবার তাকে নিয়োগ দেওয়া হল।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের ভূমিকায় থাকবেন সাবেক এই তারকা ক্রিকেটার। এর আগে ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে ছিলেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার। সহকারী কোচ করা হয়েছে দলের ফিল্ডিং কোচ রুয়ান কালপাগেকে। ৪৩ বছর বয়সী আতাপাত্তুর জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকাকে ঠিকমতো সামাল দিতে পারলে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটবে এসএলসি। সেই সবুজ সংকেত নাকি দেয়া হয়েছে তাকে।
Discussion about this post