পাকিস্তান-ভারত রাজনৈতিক উত্তেজনার ঢেউ লাগল ক্রিকেটেও। এরই রেশ ধরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঝপথে স্থগিত। দেশ-বিদেশের ক্রিকেটারদের মাঝে তৈরি হয় নিরাপত্তা শঙ্কা। সেই শঙ্কার মাঝেই পাকিস্তানে অবস্থান করছিলেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার-রিশাদ হোসেন ও নাহিদ রানা। অবশেষে চরম উদ্বেগের অবসান ঘটিয়ে আজ দেশে ফিরলেন এই দুই তারকা ক্রিকেটার।
রাওয়ালপিন্ডি থেকে গত ৯ মে রাতে বিশেষ ব্যবস্থায় রওনা হন নাহিদ-রিশাদ। দুবাই হয়ে আজ শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান। এই পুরো উদ্ধার প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজে যোগাযোগ রাখেন পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন ও পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে।
বিসিবির সমন্বয়ে পাঠানো বিশেষ ফ্লাইটটি যখন রাওয়ালপিন্ডি ছেড়ে যায়। তার কিছুক্ষণ পরই সেখানে হামলা হয়। সৌভাগ্যক্রমে বাংলাদেশি দুই ক্রিকেটার ও অন্যান্য বিদেশিরা নিরাপদেই পাকিস্তান ছাড়েন।
এই বিশেষ ফ্লাইটেই ছিলেন আরও অনেক বিদেশি ক্রিকেটার ও নাগরিক, যারা পাকিস্তানে পিএসএলের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু খেলোয়াড়দেরই নয়, পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশি দুই ক্রীড়া সাংবাদিকও ফেরেন দুই ক্রিকেটারের সঙ্গে।
Discussion about this post